আল্লামা জুনায়েদ বাবুনগরীর মায়ের ইন্তেকালে সাদ সাইফুল্লাহ মাদানীর শোক প্রকাশ

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ০৫ ২০১৯, ১১:১০

 

দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আপসহীন সংগ্রামী নেতা শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী দা.বা. এর মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আল্লামা ইসহাক মাদানী রহ. সাহেবজাদা, বিশ্বনন্দিত ক্বারী মো. সাদ সাইফুল্লাহ মাদানী।

আজ এক শোক বার্তায় সাদ সাইফুল্লাহ মাদানী বলেন, আল্লামা বাবুনগরীর মরহুমা আম্মাজান আল্লাহ তায়ালার একজন ইবাদতগুজার বান্দি ছিলেন। ঈমানী চেতনায় বলিয়ান ছিলেন, যখন জুনায়েদ বাবুনগরী কারাবরণ করেছিলেন তখন মরহুমা সন্তান বাবুনগরীকে শক্ত থেকে ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছিলেন, মরহুমা যুগের আদর্শ একজন মা।
তিনি আরো বলেন, আমার শায়েখ আল্লামা জুনায়েদ বাবুনগরীর আম্মুজান প্রখ্যাত বুযুর্গ আল্লামা হারূন বাবুনগরী রহ.এর মেয়ে ও শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী’র বোন এবং আল্লামা আবুল হাসান রহ.এর সহধর্মিণী।
তাঁর ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত।

সাদ সাইফুল্লাহ মাদানী মরহুমার মাগফিরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য, আল্লামা জুনায়েদ বাবুনগরীর আম্মাজান আজ রাত পৌনে দশটার দিকে নিজ বাড়ি বাবুনগরে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে মরহুমার বয়স ছিল ৮৩ বৎসর।

আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফি. এ-র আম্মাজানের জানাজা আগামীকাল সকাল ১০.৩০মিঃ
বাবুনগর মাদরাসার মাঠে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ