আল্লামা জুনায়েদ বাবুনগরীর দরদমাখা নসিহত শুনে শান্ত হয়েছে হাটহাজারীর পরীক্ষাকেন্দ্র
একুশে জার্নাল
এপ্রিল ২৫ ২০১৯, ১৬:২৬

হাবীব আনওয়ার
বার বার প্রশ্নফাঁস কওমী মাদরাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ৷
প্রায় এক ঘন্টা লিখার পর যখনি মাইকে ঘোষণা হলো ” আবারো প্রশ্নপত্র ফাঁস হওয়ায় বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আজকের পরীক্ষা বাতিল করা হলো” এই ঘোষণা শুনার সাথে সাথে পরীক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়লো ৷ স্ব-স্ব আসন থেকে শুরু হয়ে জোর প্রতিবাদ ৷ নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও পরিস্থিতি নান্ত হয়নি ৷
সর্বশেষ, বাংলার লাখো তালীবানে ইলমের প্রাণের স্পন্দন আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহু দাঁড়ালেন,ভারাক্রান্ত হৃদয়ে শান্তনা দিলেন ৷ শায়েখের দরদমাখা নসিহত শুনে ততক্ষণে পুরো হলের পরিবেশ শান্ত হয়ে গেলো ৷ ছাত্রদের পক্ষ থেকে আদবের সহিত দাবী জানানো হলো বোর্ডের পরীক্ষা বাতিল করে মাদরাসায় পরীক্ষার ব্যবস্তা করার জন্য ৷ শায়েখ তখন জানালেন,এ বিষয়ে আমি একা ফায়সালা দেয়া সম্ভব নয় ৷ হযরতে মোহতামীম সাহেব হুজুরের নিকট আপনাদের দাবী পেশ করা হবে ৷ এবং হযরতে মোহতামী সাহেব সকল উস্তাযগণকে নিয়ে পরামর্শ করে যেই সিদ্ধান্ত নেবেন তা আপনাদেরকে জানানো হবে ৷ তখন ছাত্ররা পুরোপুরি শান্ত হলো এবং নিজ নিজ রুমে চলে আসলো ৷
নসিহত করতে গিয়ে আল্লামা বাবুনগরীর বুকফাটা কান্নায় হাজার হাজার ছাত্র সহ কেঁদেছে হাটহাজারীর আকাশ-বাতাস ৷ যুগের শ্রেষ্ট ওলী আল্লামা বাবুনগরী সহ ছাত্রদের এ কান্না বিফলে যাবে না,ইনশাআল্লাহ ৷ চোখের পানির বিনিময়ে একদিন কওমী ঐতিহ্য ফিরে আসবে ৷ আল্লামা কাসেম নানুতবী রহ. আল্লামা হাবীবুল্লাহ কুরাইশী রহ.আল্লামা আব্দুল ওয়াহেদ রহ রহ. সূফী আজিজুর রহমান রহ.আব্দুল হামীদ রহ, হযরত মাওলানা জমির উদ্দীন রহ এর এখলাসের হাতে গড়া এই কওমী মাদরাসা স্ব-মহিমায় চলবে,এবং কোন সমস্যা হলেও সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ৷