আল্লামা গাছবাড়ি হুজুর ছিলেন যুগশ্রেষ্ঠ আলেম ও ইসলামের মহিরুহ: লন্ডনে ইকরা টিভির স্মরণসভায় বক্তারা
একুশে জার্নাল ডটকম
মে ২৪ ২০২৩, ২১:৫৩
লন্ডনের জনপ্রিয় ইসলামী চ্যানেল ইকরা বাংলা টিভির উদ্যোগে ২২ মে সোমবার, সদ্য পরলোকগত বাংলাদেশের শীর্ষ আলেমে দ্বীন, প্রথিতযশা শায়খুল হাদীস ও মুফতি, হাজার হাজার উলামায়ে কেরামের উস্তাদ, দুর্দিনে উম্মাহর কান্ডারী হযরত মাওলানা মুফতী মুহিব্বুল হক গাছবাড়ি হুজুর রাহ এর বর্ণাঢ্য কর্মময় জীবন সম্পর্কে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইকরা বাংলা টিভি লন্ডনের স্টুডিও হলে আয়োজিত এ বরকতময় স্মরণসভা ও দোয়া মাহফিলে লন্ডনের প্রতিনিধিত্বশীল নেতৃস্থানীয় উলামায়ে কেরাম, কমিউনিটি নেতৃবৃন্দ এবং নির্বাচিত গণপ্রতিনিধিদের অল্প সময়ের নোটিশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। ইকরা বাংলা টিভিতে লাইভ সম্প্রচারিত গুরুত্বপূর্ণ এ সভায় সভাপতিত্ব করেন ইকরা বাংলা টিভির অন্যতম গেস্ট স্পিকার শায়খুল হাদীস মাওলানা মুফতী আবদুর রাহমান।
সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইকরা বাংলার বিশিষ্ট উপস্থাপক মুফতি ছালেহ আহমদ ও মাওলানা সৈয়দ নাঈম আহমদ।
এ সময় মরহুম গাছবাড়ি হুজুর (রাহঃ) এর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিধন্য প্রতিষ্ঠান ও ওলীকুল শিরোমণি, ইমামে দরগাহ হযরত আকবর আলী (রাহঃ) প্রতিষ্ঠিত গৌরবময় দ্বীনি শিক্ষিগার জামেয়া কাসিমুল উলূম দরগাহ শাহজালাল রাহঃ এর উন্নয়ন ও অগ্রগতির প্রতি সকল মুসলমানদের মনোযোগ আকর্ষণ করে হযরত গাছবাড়ি হুজুরের স্মৃতিচারণমূলক বিশেষ আলোচনা উপস্থাপন করেন স্মরণসভা ও দোয়া মাহফিলের অন্যতম আহ্বায়ক মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মুফতী আবদুল মুনতাকিম।
সভায় হযরত গাছবাড়ি হুজুর রাহঃ এর গৌরবোজ্জল পারিবারিক প্রেক্ষাপট, তাঁর প্রবাদতুল্য মেধা, অনুসরণীয় শিক্ষাজীবন, যোগ্যতা, উপযুক্ততা ও গ্রহণযোগ্যতার মানদন্ডে শতভাগ উত্তীর্ণ দীর্ঘ ছয় দশক পর্যন্ত অসাধারণ শিক্ষকতার সময়কাল, অসংখ্য দ্বিনী প্রতিষ্ঠানের জন্য তাঁর সফল অভিভাবকত্ব, সুন্নাতের অনুসরণে তাঁর অবিচলতা, ইসলামের নীতি ও ঈমানী আত্মমর্যাদার প্রশ্নে তাঁর আপসহীন মনোভাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মানের প্রশ্নে তাঁর নেতৃত্বে সিলেটের মাটিতে স্মরণকালের বৃহৎ প্রতিবাদ সমাবেশ, বিভিন্ন সম্মিলিত ইস্যুতে তাঁর উম্মাহর কান্ডারির ভূমিকায় অবতীর্ণ হওয়া এবং সর্বশেষে শেষ নবীর খতমে নবুওতের সর্ববাদীসম্মত আকীদা রক্ষার জন্য তাঁর পক্ষ থেকে কার্যকর গণ আন্দোলনের ডাক ইত্যাদি বিষয় নিয়ে আবেগঘন ও হৃদয়াপ্লুত আলোচনা উপস্থাপন করেন।
ইকরা টিভি ও আল খায়ের ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমাম কাসিম রশীদ আহমদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল অফ মস্ক এর চেয়ারম্যান হাফিজ মাওলানা শামসুল হক, হাজী শরীয়তুল্লাহ রহ. এর বংশধর সপ্তমপুরুষ মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ হাসান পীর সাহেব বাহাদুরপুর, আল হুদা মসজিদের খতীব অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ, মারকাজুল উলূম লন্ডনের প্রিন্সিপাল ডক্টর মাওলানা শুয়াইব আহমদ, প্রবীণ আলেম মাওলানা আব্দুল করীম, দারুস সুন্নাহ মসজিদের চেয়ারম্যান মাওলানা গোলাম কিবরিয়া, স্মরণ সভা বাস্তবায়ন কমিটির অন্যতম আহবায়ক মাওলানা ফয়েজ আহমদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলার জাহেদ চৌধুরী, সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলার অহিদ আহমদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের সেক্রেটারী তাইসির মাহমুদ, মাদ্রাসাতুন নূর লন্ডনের পরিচালক মাওলানা সৈয়দ তামীম আহমদ, বিশিষ্ট আলেম মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা রশীদ আহমদ, আলহাজ্ব মাষ্টার আমির উদ্দীন আহমদ, স্মরণ সভা বাস্তবায়ন কমিটির অন্যতম আহবায়ক হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, মাওলানা আব্দুল বাসিত।
উপস্থিত ছিলেন কমিউনিটি লিডার কে, এম আবু তাহের চৌধুরী, আলহাজ্ব নুর বকস, মাওলানা শাহীনূর মিয়া, মাওলানা শায়খ সাঈদ আলী, মাওলানা নাজিম উদ্দীন, দরগাহ মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ ইউ কে এর সহ সভাপতি হাফিজ মাওলানা নাজীর উদ্দিন, কোষাধ্যক্ষ মাওলানা শামসুল হক ছাতকী, প্রচার সম্পাদক মাওলানা আবু সুফিয়ান, আলহাজ্ব মাওলানা গোলাম রব, মাওলানা আশরাফুল মাওলা, মাওলানা জুবায়ের আহমদ,ক্বারী মাওলানা আব্দুল মান্নান, হাফিজ মাওলানা আহমদ জকি, মাওলানা মাছুম আহমদ কৌড়িয়া, মাওলানা মুহসিন আহমদ, মাওলানা আনোয়ার হোসাইন, মুফতি আব্দুর রাজ্জাক, মাওলানা লুৎফর রহমান, মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা আব্দুল গাফফার সহ আরো অনেকে। সভা শেষে হযরত গাছবাড়ি হুজুর রাহঃ এর দরজাবুলন্দী ও উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা শামছুল হক।