আল্লামা গহরপুরী রহ. ছিলেন আকাবিরদের উজ্জ্বল নমুনা; জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় বক্তাগন
একুশে জার্নাল
আগস্ট ১৮ ২০১৮, ০০:১৪
একুশে জার্নাল লন্ডন: গত ২৯ জুলাই রবিবার, লন্ডন মাদানি গার্লস স্কুল মিলনায়তনে ‘জামেয়া হুছাইনিয়া গহরপুর এর প্রাক্তন ছাত্রবৃন্দ ইউকে’র উদ্যেগে, বরেণ্য বুযুর্গ শায়খুল হাদিস আল্লামা হাফিজ নুর উদ্দিন আহমদ গহরপুরী রহ.এর কর্ম ও জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাফিজ মাওলানা রওনকুল ইসলাম ও মাওলানা ছাদিক আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত বক্তাগণ বলেন, আল্লামা গহরপুরী রাহ. ছিলেন আকাবিরদের উজ্জ্বল নমুনা। যিনি ইন্তেকালের আগ পর্যন্ত কোরআন ও রাসুল সা. এর সুন্নতকে আখড়ে ধরেছিলেন।
বক্তাগন আরো বলেন, আল্লামা গহরপুরী দুনিয়াতে দু’টি আমানত রেখে গিয়েছেন একটি হলো উনার প্রতিষ্টিত মাদরাসা, অন্যটি হলো উনার রেখে যাওয়া খালিফা,ছাত্র ও শাগরেদবৃন্দ। উনার রেখে যাওয়া আমানতগুলোকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করে যেতে হবে।
প্রধান অতিথি হিসেবে ছিলেন হযরত মাওলানা নুরুল ইসলাম বিশ্বনাথী (ফাযিলে গহরপুর), বিশেষ অতিথি হযরত মাওলানা হাফিজ যোবায়ের আহমদ আনছারী (ফাযিলে গহরপুর) হযরত মাওলানা মুফতি ছাইফুল ইসলাম ব্রাডফুর্ড, হযরত মাওলানা মুফতি ছাদিক লুটন,হযরত মাওলানা ওলিউর রহমান বরুণী।
মাওলানা আব্দুল আজিজ সাহেব (ফাযিলে গহরপুর) ও মাওলানা শাহাদাত হুছাইন সাহেব (ফাযিলে গহরপুর) এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তাগণ আরো বলেন,
আল্লামা গহরপুরী রহ ছিলেন রাসুল স.এর সুন্নতের পরিপূর্ণ অনুসারী। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ ও তার রাসুল (স:)এর বিধান কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠিত করার লক্ষে যে ইলমে অহীর বাগান (মাদরাসা) প্রতিষ্ঠিত করে গেছেন, তারই ফুল ফুটেছে সারাবিশ্বজুড়ে। আজ পৃথিবীর আনাচে কানাচে শায়খুল হাদিস আললামা গহরপুরী রহ. এর সুযোগ্য ছাত্ররা ইসলামের সুমহান খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন ।
মাওলানা শাহজান এর কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় গহরপুর জামেয়ার প্রাক্তন ছাত্রদের মধ্যে বক্তব্য প্রদান করেন, হযরত মাওলানা আনহারুল ইসলাম চৌধুরী, হযরত মাওলানা শাহনুর আহমদ,হযরত মাওলানা এখলাছুর রহমান,মাওলানা আব্দুল জালিল ব্রাডফু্র্ড, মাওলানা নজরুল ইসলাম বার্মিংহ্যাম,মাওলানা নুফায়েছ আহমদ খতিব লানসবারি মাসজিদ লন্ডন,হযরত মাওলানা গোলাম মুহাইমিন চৌধুরী ফরহাদ লুটন, মাওলানা মুফতি আব্দুল ওয়াহিদ লুটন, হাফিজ মাওলানা নাজির আহমদ লন্ডন ইমাম মাইলেনড মাসজিদ, হাফিজ মাওলানা ফখরুল ইসলাম লন্ডন,মাওলানা ছালেহ আহমদ লন্ডন
মাওলানা ফয়েজ আহমদ বার্মিংহ্যাম প্রমুখ।