আল্লামা খলিলুর রাহমান রহ.-এর স্মরণে হেফাজতে ইসলাম মহিলা মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ২০ ২০২০, ২২:৩৬

আনহার বিন সাইদ, বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথ উপজেলা রামপাশা ইউনিয়নে হেফাজতে ইসলাম মহিলা মাদ্রাসার উদ্যোগে জামিআ লুৎফিয়া আনওয়ারুল উলুম বরুনা মাদরাসা (শ্রীমঙ্গল, মৌলভীবাজার) এর ছাদরে মুহতামিম, শাইখুল হাদিস আল্লামা খলিলুর রাহমান রহ, শেখ দিলরুবা রহমান ও সৈয়দ মার্জিয়া রহমান রহ.-এর স্মরণে (২০ অক্টোবর) মঙ্গলবার সকাল ১০টায় মাওলানা মুছলেহ উদ্দীন এর সভাপতিত্বে মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় হেফাজতে ইসলাম মহিলা মাদ্রাসায় হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷

এসময় বক্তব্য রাখেন, হাফিজ মাওলানা সাইদুর রহমান সাহেব জাদায়ে বরুণা, মাওলানা আব্দুল আহাদ জিহাদী, উত্তর বিশ্বনাথ আমজাদ উল্লাহ কলেজের অধ্যক্ষ নেছার আহমদ।

উপস্থিত ছিলেন মোঃইয়াকুব আলী,হাজি বশির উদ্দীন, মোঃপিয়ার আলী, ইলাল মিয়া,আব্দুল মতিন, মোঃসিরাজ মিয়া,মোঃফয়জুল,মিয়া,সাজাদ নুর,মোঃআলী হয়দার,ফখর উদ্দিন, লাল মিয়া,আতাউর রহমান, আব্দুর রহিম, জয়নাল খান,খছরু মিয়া,কয়ছর আলী,আব্দুল মতিন (মতি) মো: নাইম আহমেদ প্রমুখ।