আল্লামা আহমদ শফী ও আল্লামা বাবুনগরীর সাক্ষাতে কওমী ফোরাম

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ১১ ২০২০, ১৫:৫৪

কওমী ফোরামের নেতৃবৃন্দ আজ উম্মুল মাদারিস দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী সফর করেছে।

নেতৃবৃন্দ শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফীর শয্যাপাশে যান এবং তাঁর সান্নিধ্যে বেশ কিছু সময় কাটান। এ সময় তারা হযরতের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন ও তাঁর আরোগ্য কামনা করেন। শায়খুল ইসলামও ফোরামের নেতৃবৃন্দের জন্য দোয়া করেন।

এর আগে ফোরাম নেতৃবৃন্দ আল্লামা জুনায়েদ বাবুনগরীর সাথে সাক্ষাতে গেলে তিনি তাদের সাথে মতবিনিময় করেন এবং গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

কওমী ফোরামের নেতৃবৃন্দ শীর্ষ ওলামাদের সাথে ধারাবাহিক সাক্ষাতের অংশ হিসাবে এই সফর করেন।

সফরে অংশগ্রহণ করেন মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী, মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা হাসান জামীল, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মুফতি এনায়েতুল্লাহ, মাওলানা ওয়ালিউল্লাহ আরমান ও মাওলানা মুরতাজা হাসান ফয়েজী মাসুম প্রমুখ।