আল্লামা আহমদ শফীর মাগফিরাত কামনায় আল্লামা বাবুনগরীর দুআর আবেদন
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ২৬ ২০২০, ১৮:১৭
সদ্য প্রয়াত আমীরে হেফাজত শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. এর রূহের মাগফিরাত কামনা ও দারাজাত বুলন্দির জন্য দুআর আবেদন করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব,হাটহাজারী মাদরাসার শিক্ষাপরিচালক ও শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী।
গতকাল ২৫ই সেপ্টেম্বর শুক্রবার হাটহাজারী মাদরাসার কেন্দ্রীয় বায়তুল করীম জামে মসজিদে জুমার নামাজপূর্ব বয়ানে উপস্থিত হাজার হাজার মুসল্লি সহ দেশবাসীর নিকট আল্লামা আহমদ শফী রহ. এর জন্য দুআ চান তিনি।
আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন,আল্লামা শাহ আহমদ শফী রহ. দেশের অন্যতম একজন বুজুর্গ আলেদ্বীন ও মুরুব্বি ছিলেন। ইসলাম,মুসলমান,দেশ ও জাতীর কল্যাণে হযরতের বহুমুখী খিদমাত চিরস্মরণীয় হয়ে থাকবে।
আল্লামা জুনায়েদ বাবুনগরী, জুমার নামাজ পড়তে আসা মুসল্লি সহ মাদরাসার ছাত্রদের নিকট হযরতের শোকাহত পরিবার পরিজনের জন্য দুআ চান। বিশেষ করে হযরতে সহধর্মিণীর সুস্থতা ও নেক হায়াতের জন্য সকলের নিকট দুআর আবেদন করেন।