আল্লামা আহমদ শফীর ইন্তেকালে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের শোক প্রকাশ
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ১৯ ২০২০, ০০:৪০
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, হাটহাজারী মাদ্রাসার সাবেক সদরে মুহতামিম, হুসাইন আহমাদ মাদানী রহ. এর খলীফা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি সাহেবের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর ।
আজ ১৮ সেপ্টেম্বর ২০২০ইং শুক্রবার এক যৌথ শোক বিবৃতিতে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জ্যোতি এষ, সাধারন সম্পাদক ফজলে রাব্বি আহসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম বলেন আল্লামা শাহ আহমাদ শফী রহ. ছিলেন মুসলিম উম্মাহর অমূল্য সম্পদ। বাংলাদেশসহ ভারত উপমহাদেশের অসংখ্য আলেমের উস্তাদ। তিনি একাধারে দরসে বুখারিতে শাইখুল হাদীসের ভূমিকা পালন করেছেন অপরদিকে নাস্তিক মুরতাদ বিরোধি আন্দোলনে সরব নেতৃত্ব দিয়েছেন। তাঁর ইন্তেকালে মুসলিম উম্মাহ একজন অভিভাবক কে হারিয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় তিনি রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। আল্লাহ তা’আলা দ্বীনের এই খাদেম কে কবুল করুন।
জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন। আমীন।