আল্লামা আশরাফ আলী এর সাথে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দের মতবিনিময়
একুশে জার্নাল
আগস্ট ২৬ ২০১৯, ২১:০৬
একুশে জার্নাল ডেস্ক: পবিত্র হজ্জের সফরে মদিনায় অবস্থানরত বাংলাদেশ খেলাফত মজলিস এর কেন্দ্রীয় অভিভাবক পরিষদের চেয়ারম্যান ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর সিনিয়র সহ সভাপতি শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী (দা:বা:) এর সাথে গত ১৮ আগষ্ট সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ।দলের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হকের নেতৃত্বে মতবিনিময় সভায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর অন্যতম সহ সভাপতি ও জামেয়া হোসাইনীয়া গহরপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুসলেহ উদ্দীন রাজু,বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর খান,প্রশিক্ষণ সম্পাদক শায়খ মাওলানা মশহুদ হুসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।এসময় নেতৃবৃন্দ হযরত এর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।