আল্লামা আব্দুস সালামের মৃত্যুতে ধর্ম প্রতিমন্ত্রীর শোক প্রকাশ
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ০৮ ২০২১, ২৩:৫৪

নিজস্ব প্রতিনিধি: প্রখ্যাত আলেম লেখক ও গবেষক আল্লামা আব্দুস সালাম এর মৃত্যুতে ধর্ম প্রতিমন্ত্রী এক শোক বার্তায় শোক প্রকাশ করেছেন।
আজ বুধবার (৮ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আনোয়ার হোসাইন শ্বাক্ষরিত এক শোক বার্তা প্রকাশ করা হয়। এতে ধর্ম প্রতিমন্ত্রী শোক প্রকাশ করেন।
দেশের প্রখ্যাত আলেম চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার সদ্য ঘোষিত মহাপরিচালক মুফতিয়ে আজম আল্লামা আব্দুস সালাম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান (এমপি)।
প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে ‘বাংলাদেশ দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা শিক্ষক কল্যাণ সমিতি’(বাদাশিকস) এবং এরই অঙ্গ সংগঠন ‘বাদাশিকস মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’- এর পক্ষ থেকে ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং শোক বার্তা প্রকাশ করা হয়।
উল্লেখ্য আজ সকাল ১০টা থেকে শুরা বৈঠক চলছিলো। তাকে হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়। এ দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দিতে উনাকে ডেকে পাঠানো হয়। এর পরপরই সাড়ে ১১টার দিকে হঠাৎ অজ্ঞান হয়ে যান। পরে অ্যাম্বুলেন্স করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।