আল্লামা আব্দুশ শহীদ রহঃ এর ইন্তেকালে লন্ডন জমিয়তের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ২৬ ২০২০, ১৬:০৯

একুশে জার্নাল লন্ডন: গত ২৫ জুন বৃহস্পতিবার ২০২০ জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে লন্ডন মহানগরের উদ্দ্যোগে ভার্চুয়াল জোম লাইভের মাধ্যমে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি,বর্ষীয়ান আলেমে দ্বীন,খলিফায়ে বর্ণভী রহ, ওসমানীনগর উপজেলাধীন জামেয়া দারুস সুন্নাহ গলমুকাপন এর মুহতামিম ও শায়খুল হাদীস,হযরত মাওলানা আব্দুস শহীদ শায়খে গলমুকাপনী রাহ. এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে লন্ডন মহানগরের সভাপতি আলহাজ হাফিজ হুসাইন আহমদ বিশনাথীর সভাপতিত্বে ও লন্ডন মহানগর জমিয়তের সেক্রেটারী মাওলানা শামছুল আলম ও সাংঘঠনিক সম্পাদক সৈয়দ রিয়াজ আহমদের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের প্রধান উপদেষ্টা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দীয় সহ সভাপতি,বৃটেনের সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ,মাওলানা শায়খ আসগর হুসাইন। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দীয় সহ সভাপতি, আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশের মহাসচিব, আল হাইয়াতুল উলইয়ার মুহতারাম সদস্য, মাওলানা শায়খ আব্দুল বছীর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় সহকারী মহাসচিব,ইউকে জমিয়তের সভাপতি মাওলানা শুয়াইব আহম, ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মুফতী আব্দুল মুনতাকিম, সিলেট জেলা জমিয়তের সহ-সভাপতি,দয়ামির মাদ্রাসার মুহতামিম মাওলানা মুশাহিদ আহমদ,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, কাতার জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জসিম উদ্দীন, ওমান জমিয়তের সভাপতি মাওলানা রশিদ আহমদ,সৌদিআরব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা হারিছ উদ্দীন, ইউকে জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ তামিম আহমদ,
কাতার জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, ওমান জমিয়তের সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সাতবাকি, সৌদিআরব জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আলি নূর, খেলাফত মজলিস লন্ডন মহানগরীর সভাপতি হাফেজ মাওলানা এনামুল হক, ওসমানীনগর জমিয়তের সাধারণ সম্পাদক মওলানা আব্দুস সালাম, লন্ডন মহানগর জমিয়তের সহ সভাপতি মাওলানা সৈয়দ নাঈম আহমদ, ইউকে জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান, ইউকে জমিয়তের অফিস সম্পাদক মাওলানা ফখরুদ্দিন বিশ্বনাথী উপদেষ্টা আলহাজ্ব রাজা মিয়া, বাংলাদেশ থেকে শায়খে গলমুকাপনী রহ. এর সুযোগ্য সাহেবজাদা হাফেজ মাওলানা মুজাক্কির হোসাইন,শায়খে কৌড়িয়া রাহ. এর সাহেবজাদা হাফেজ মাওলানা মাসুম আহমদ,কাতার জমিয়তের প্রচার সম্পাদক আবু বকর সাদী,ওমান জমিয়তের সহ সভাপতি মাওলানা রেজাউল করীম, যুব জমিয়ত বাংলাদেশের সহ সংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী।
সভায় বক্তাগণ বলেন হযরত মাওলানা আব্দুস শহীদ শায়েখ গলমুকাপনী পাকাপোক্ত ইলম ও সুন্নাতের পরিপূর্ণ অনুসরণে সুন্দরতম আমলের অধিকারী আলিমেদ্বীন ছিলেন। সঠিক কিতাবী ইলম কে তিনি সাধারণ মানুষের কাছে নেহায়েত স্বাভাবিক, সাবলীল ও সহজ ভাষায় এবং যুক্তিগ্রাহ্য উপস্থাপনায় পেশ করতে বেশ পারঙ্গম ছিলেন। যুগ শ্রেষ্ঠ বহুসংখ্যক উলামায়ে কেরাম ও ওলী বুযুর্গ ব্যক্তিত্বদের সাথে তাঁর গভীর আত্মিক সম্পর্ক যেমন ছিলো, তেমনি আত্মীয়তার বন্ধনেও তিনি তাঁদের সাথে যুক্ত ছিলেন। এই বিশেষত্বে তাঁর জুড়ি মেলা ভার। এতো ব্যতিক্রম গুণে আবেদনময়ী, কালজয়ী ব্যক্তিত্ব কমই দুনিয়াতে আগমন করে থাকেন। জমিয়তে উলামায়ে ইসলামের জন্য তাঁর ত্যাগের মহিমায় ভাস্বর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ তাআলা সঠিক ভাবে তার পদাঙ্ক অনুসরণের তাওফীক আমাদেরকে দান করুন।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্তিত ছিলেন
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী,বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা ফয়েজ আহমদ,সৌদিআরব জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুকসিত, কাতার জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওঃ বদরুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক হাঃ মাওঃ মুজিবুর রহমান, অর্থ সম্পাদক মাওঃ লুতফুর রাহমান,
ওমান জমিয়তের সহ সভাপতি মাও আরশাদ আহমদ, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদুল হক উমামা, ইউকে জমিয়তের সহকারী ওয়েলফেয়ার সম্পাদক আবদুর রহমান কোরেশী প্রমুখ

লন্ডন মহানগর জমিয়তের তাফসিরুল কোরআন বিষয়ক সম্পাদক মাওলানা খালেদ আহমেদের তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভা শায়খুল হাদীস আব্দুস শহিদ শায়খে গলমুকাপনী রাহ. এর মাগফিরাত ও দরজা বুলন্দির জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।