আল্লামা আব্দুল হালিম বোখারী আর নেই
একুশে জার্নাল ডটকম
জুন ২১ ২০২২, ১১:১৬
দেশের অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মুহতামিম ও আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল মুফতী আব্দুল হালিম বোখারী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মুফতী আব্দুল হালিম বোখারীর ছেলে মাওলানা মানজারুল হালিম বোখারী।
মঙ্গলবার (২১জুন)সকাল ১০:১০মিনিটে চট্টগ্রাম সিএসসিআর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
তিনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যা ,ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপে ভোগে ছিলেন।গত রোববার(১৯জুন)সন্ধ্যার দিকে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে চট্টগ্রাম সিএসসিআর হসপিটালে ভর্তি করা হয়েছিল।
আজ রাত দশটায় জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।