আলোড়ন ইসলামী সাংস্কৃতিক ফোরাম এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন
একুশে জার্নাল ডটকম
আগস্ট ২২ ২০১৯, ১৮:৫০
হুসাইন আহমদ বাহুবলী
কাশ্মীরি মা-বোনদের ইজ্জত রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিতে ও কুন্ঠিত হব না। জিহাদের ডাক আসলে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ।
ফোরেমের সভাপতি মাওলানা শেখ জয়নাল আবেদীনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মুফতী নিজাম উদ্দিন আল আদনানের সঞ্চালনায়, প্রধান অতিথি বক্তব্যে আইসার অন্যতম উপদেষ্ঠা, দৌলতপুর আশরাফিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হাই বাহুবলী কথাগুলো বলেন।
কাশ্মীরে মুসলিম মা-বোনদের ইজ্জত নিয়ে হোলি খেলা, যুবকদেরকে জবাই করে গোপন স্থানে কবর দেয়ার প্রতিবাদে, অবিলম্বে কাশ্মীরের স্বায়ত্তশাসন ফিরিয়ে দেয়ার দাবিতে ব্যতিক্রমী আয়োজন করলো আলোড়ন ইসলামী সাংস্কৃতিক ফোরাম (আইসা) বাহুবল।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানকে উপলক্ষ্য করে সুরের মূর্ছনায় প্রতিবাদী কন্ঠ বলিষ্ঠ করেন আইসা ফোরামের দুরন্ত সদস্যবৃন্দ।
পুটিজুরী বাজারস্থ বাশঁপাতা চাইনিজ রেষ্টুরেন্টে, বাহুবল উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক-সাংস্কৃতিক সংগঠন আলোড়ন ইসলামী সাংস্কৃতিক ফোরামের এই আয়োজন সম্পন্ন হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসার অন্যতম উপদেষ্ঠা,পুটিজুরি ইসলামীয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা কামরুল ইসলাম, বাহুবল উলামা পরিষদ সভাপতি হাফেজ আব্দুল গাফ্ফার, পরিষদের অর্থ সম্পাদক ও ইকরা মডেল একাডেমীর শিক্ষক মাওলানা ছাদিকুর রহমান, বড়ইউড়ি হিলালিয়া মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আল আমিন
আরও উপস্থিত ছিলেন আইসা ফোরামের নির্বাহী সভাপতি মাওলানা ছাদিকুর রহমান মানিক, সহ সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম ইসলামাবাদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম বিস্নপুরী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ, সাহিত্য সম্পাদক মাওলানা মমশাদ হুসাইন আসগরী, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল মালিক রফিক, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হেলাল অাহমদ উজ্জল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফেজ এনামুল হক সাদী,
নির্বাহী সদস্য মাওলানা সালাহ উদ্দীন মিলন, হাবিবুর রহমান নোমান, তোফায়েল আহমদ, আবুল কাসেম তালুকদার, হাফেজ আবুল হাসান, দেলওয়ার হুছাইন সহ বহু দর্শক-শ্রুতা। রাতের খাবার পরিবেশন শেষে, মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



