আলেম সমাজকে সমাজসেবায় ভুমিকা রাখতে হবে – মাওলানা রুহুল আমীন সাদী
একুশে জার্নাল
নভেম্বর ০৫ ২০১৯, ১৫:১৩
একুশে জার্নাল ডেস্ক: বিশিষ্ঠ আলেমেদ্বীন,মিডিয়া ব্যাক্তিত্ব মাওলানা রুহুল আমিন সাদী বলেছেন বর্তমানে দেশে একটি সংকটময় মুহূর্ত চলছে৷পাশবিকতা ও নির্মমতা সমাজে প্রকট আকার ধারন করেছে৷এ মুহূর্তে মানবতার মশাল জ্বেলে আলেম সমাজকে সমাজসেবায় এগিয়ে আসতে হবে৷সমাজের রন্ধ্রে রন্ধ্রে জেঁকে বসা অন্ধকার দূরিভুত করে আল কোরআনের আলোয় সমাজ গঠন করতে হবে৷তিনি বলেন আল কোরআন একটি বিপ্লবী গ্রন্থ৷কোরআনের শিক্ষা সমাজে চালু থাকলে বিপ্লবী জনতা তৈরি হবে৷একান্ত বিরোধী গোষ্ঠিও কোন এক সময় কোরআনের শিক্ষার কাছে আত্মসমর্পন করবে৷তিনি বলেন উস্তাদ নোমান আলী খান এক সময় ইসলাম বিরোধী ছিলেন৷কিন্তু কোরআনের সংস্পর্শে এসে তিনি এখন ইসলামের প্রচারক হয়েছেন৷তার লেকচার লক্ষ লক্ষ ভিউ হয়৷তাই যে কোন মূল্যেই কোরআনের শিক্ষাকে চালু রাখতে হবে৷আলেম সমাজ ও মাদ্রাসা গুলো টিকে থাকলেই কোরআনী শিক্ষা টিকে থাকবে৷তিনি বলেন বর্তমান নাজুক সময়ে আলেম সমাজকে আরো সুচিন্তিত শান্তিপূর্ন গঠনমূলক কর্মপদ্ধতি অবলম্বন করতে হবে৷অতি জজবাতি হঠকারী কোন কর্মসূচি নেয়া থেকে বিরত থাকতে হবে৷কেননা হঠকারী কর্মসূচি পালন করতে যেয়ে যদি কোরআনী শিক্ষাকেন্দ্র গুলো বিলুপ্ত হয়ে যায় তবে এদেশে ইসলামের আলো একসময় নিভে যাবে৷এতে করে ইসলাম বিরোধীদের ইচ্ছাই পূরন হবে৷তাই সমাজসেবা মূলক কাজে বেশিমাত্রায় অংশগ্রহন করে সমাজের মানুষের কাছে যেতে হবে৷সেতুবন্ধন তৈরি করতে হবে৷এদেশের গণমানুষের হৃদয় জয় করতে না পারলে ভবিষ্যত অনিশ্চিত হবে৷সাভার উপজেলা উলামা পরিষদের সকল কল্যানকর কাজে একাত্মতা ঘোষনা করে তিনি বলেন পরিষদ একটি চমৎকার সংগঠন৷ঢাকা থেকে মিডিয়ায় প্রায়ই পরিষদের সেবামূলক ও সংস্কার মূলক কাজের সংবাদ পেতাম৷আজ এর প্রোগ্রামে আসতে পেরে আমি আনন্দিত৷আপনারা আরো গতিশীলতার সাথে এগিয়ে যান৷এবং সমাজের সুস্থ ও অগ্রণী চিন্তার মানুষদের উচিৎ পরিষদের সাথে একযোগে কাজ করা৷
সমাজসেবা মূলক অরাজনৈতিক দ্বীনি সংগঠন সাভার উপজেলা উলামা পরিষদ আয়োজিত এক প্রশিক্ষন প্রোগ্রামে তিনি এসব কথা বলেন৷আজ ৪ আগস্ট সোমবার বাদ জোহর সাভার হামিউস্সুন্নাহ মাদ্রাসা মিলনায়তনে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়৷
পরিষদের সভাপতি আল্লামা ইউসুফ সাদিক হক্কানীর সভাপতিত্বে ও মুফতি সুলতান মাহমুদ ও মুফতি আলী আকরামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আলী আযম,মুফতি কাওসার হুসাইন,মাওলানা রফিকুল ইসলাম সরদার,মাওলানা আঃআজীজ,মাওলানা মাহফুজ হায়দার,মাওলানা মাহবুব গুলজার সহ পরিষদের কেন্দ্রীয় ও তৃনমূল দায়িত্বশীলবৃন্দ।