আলেম উলামাদের সংসদে গেলে শান্তি ও সুখের সমাজ গঠনে ভূমিকা পালন করবেন -মাওলানা আতাউল্লাহ আমীন
একুশে জার্নাল
নভেম্বর ০১ ২০১৮, ০৩:০০
বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও কিশোরগঞ্জ -৬ আসনে মনোনীত প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন বলেছেন,আলেমদের সংসদে পাঠান তারা আপনাদেরকে শান্তি সুখের সমাজ উপহার দিবে।ঘুষ দুর্ণীতিমুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে সমাজে খোদাভীরু নেতৃত্ব সৃষ্টি করতে হবে।
তিনি মঙ্গলবার কুলিয়ারচর উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা শাখার সহ সাধারন সম্পাদক মাওলানা উসমান, ভৈরব উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল আমীন, মাওলানা মোহাম্মদ আলী প্রমুখ।
সভায় উপস্হিত সদস্যদের মতামতের ভিত্তিতে মাওলানা আসাদুল্লাহকে সভাপতি মাওলানা আব্দুস সালামকে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সভা থেকে কিশোরগঞ্জ-৬ আসনে আগামী নির্বাচনে সংগঠনের প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীনের গণসংযোগ ও সমাবেশ ইত্যাদি বিষয়ে পরিকল্পনা করা হয় ।