আলেমদের মাঝে বাংলাদেশ খেলাফত মজলিসের নগদ অর্থ প্রদান
একুশে জার্নাল
এপ্রিল ১৩ ২০২০, ২৩:৫৯
বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী বলেন, করোনা ক্ষতিগ্রস্থ দিনমজুরী ও কর্মহীন মানুষ কষ্টের মধ্যে দিন অতিক্রম করছে। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণের কথা বলা হলেও চাহিদার আলোকে ত্রাণ না পৌঁছায় ত্রাণের জন্য বিভিন্ন জায়গায় বিক্ষাভ হয়েছে। সরকারী ও বেসরকারীভাবে সুনির্দিষ্ট তালিকার আলোকে ত্রাণ বিতরণের ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, যেখানে সারা বিশ্ব করোনার প্রাদুর্ভাবে নিস্তব্ধ। সেখানে আমাদের দেশের কিছু লোক কিভাবে ত্রাণের সামগ্রী চুরি ও দুর্নীতি করে তা বোধগম্য নয়। এ ধরণের চোর ও দুর্নীতিবাজদের কঠোর শাস্তি দিতে হবে। যাতে করে কেউ এধরণের কর্ম করার সাহস না পায়।
তিনি আজ বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে মোহাম্মদপুরে আলেম-উলামাদের মাঝে নগদ অর্থ বিতরণকালে এসব কথা বলেন।
দলের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, আলহামদুল্লিাহ করোনায় ক্ষতিগ্রস্থদের জন্য ইসলামী সংগঠনগুলো ও আলেম-উলামার বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। আমাদের কেন্দ্রীয় ত্রাণ কমিটি দিনমজুরী ও ক্ষতিগ্রস্থ আলেম উলামা ও সাংবাদিকদের মাঝে প্রযুক্তির মাধ্যমে সহযোগিতা পৌঁছে দিচ্ছে এবং সংগঠনের জনশক্তিরাও তাদের সামর্থের আলোকে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াচ্ছে।
তিনি ব্যবসায়ী, শিল্পপতি ও বাংলাদেশে কার্যক্রম পরিচালিত সকল সংস্থাকে করোনা দুর্ভোগে মানুষের সাহায্যে আরো এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, আল্লাহর আযাব ও গযব থেকে বাঁচতে হলে সকল ধরণের অন্যায় অপরাধ পরিহার করতে হবে। বেশি বেশি তাওবা ইসতেগফার করে আল্লাহর দরবারে কান্নাকাটিই পারে আমাদেরকে এ মহা মছিবত থেকে রক্ষা করতে।
বিতরণকালে উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ঢাকা মহানগর সভাপতি মাওলানা রুহুল আমীন খান প্রমূখ।