আলেমদের চাপের মুখে ডা. ফৌজিয়ার ক্ষমা প্রার্থনা
একুশে জার্নাল
এপ্রিল ২১ ২০২০, ১৪:৫২
গতকাল আলেমের স্ত্রীর সাথে ডাঃ ফৌজিয়ার ঘটে যাওয়া ঘটনা নিয়ে আলেম-উলামা, জেলা সিভিল সার্জন এবং ডিসির সমন্বয়ে সুষ্ঠু সমাধান হয়েছে৷ ডাঃ ফৌজিয়া অনাকাঙ্খিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন৷ দেশের এই পরিস্থিতিতে অনেক ডাক্তারদের মত পালিয়ে না বেড়িয়ে তিনি রোগি দেখে যাচ্ছেন, এই মানবিক দিকটা লক্ষ করে কেউই বিষয়টাকে আর সামনে বাড়তে দেননি৷ প্রশাসনও রোগির সুন্দর চিকিৎসার দায় দায়িত্ব নিয়েছেন৷
তবে এই ঘটনা ভাইরাল হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ার অনেক মানুষ ডা. ফৌজিয়ার ব্যাপারে নেগেটিভ মন্তব্য করেছেন। অনেকের সাথে ঘটে যাওয়া পূর্বের ঘটনাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করছিলেন তারা৷ এতে তার প্রতি মানুষের চাপা ক্ষোভ প্রকাশ পেয়েছে৷
বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, আমরা আশা করবো, উনি সুন্দর আচরনের মাধ্যমে চিকিৎসা চালিয়ে যাবেন৷ সুন্দর আচরণ ডাক্তারদের চিকিৎসার অন্যতম বড় হাতিয়ার৷ হাসিখুশি আচরণ রোগিকে অর্ধেক সুস্থ করতে সহায়তা করে৷
উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন ডিসি মহোদয়, সিভিল সার্জন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, ডাঃশওকত স্যার, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, ডাঃ মোঃ আবু সাইদ, ডাঃ ফৌজিয়া আক্তার, অফিসার ইনচার্জ সদর থানা সেলিম আহমদসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও জেলার সিনিয়র সাংবাদিকগণ৷
আলেম উলামাদের মধ্য থেকে উপস্থিত ছিলেন শায়খ সাজিদুর রহমান, মুফতি আব্দুর রহীম কাসেমী, মাওলানা শরিফুদ্দিন আফতাবী, মাওলানা ইউসুফ ভুঁইয়া, মুহাম্মদ ইফতিখার জামীল, মাওলানা জুনায়েদ কুড়িঘর ও মোঃ রনি৷