আ’লীগ নেতা আবুল কালাম বকুল চেয়ারম্যানের ইন্তেকাল
একুশে জার্নাল
জুন ১৮ ২০২০, ১৩:২৯

মোহাম্মদ মহিউদ্দিন, কর্ণফুলী প্রতিনিধি: চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের সাবেক তিন বারের চেয়ারম্যান আবুল কালাম বকুল চেয়ারম্যান(৫৮)কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সেকান্দর রানার পিতা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
১৭জুন বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় চট্টগ্রাম নগরীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ আত্মীয় স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আবুল কালাম বকুল চেয়ারম্যান দীর্ঘদিন লিভার ক্যান্সারে ভুগছিলেন সাথে হার্টের সমস্যাও ছিল ভারতের একটি হাসপাতালে অনেকদিন ধরে চিকিৎসা করেছিলেন তিনি।
হঠাৎ অসুস্থ বোধ করলে কালাম বকুল চেয়ারম্যানকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু বরণ করেন।
আবুল কালাম বকুল চেয়ারম্যান মৃত্যুতে শোক জানিয়েছেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ,কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নোমান হোসেন,কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী,সাধারণ সম্পাদক হায়দার আলী রনি,উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম,উপজেলা যুবলীগের সভাপতি সোলেমান তালুকদার, সাধারণ সম্পাদক সেলিমুল হক,উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাজ্জাদ সাজিদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন শোক জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাজ্জাদ সাজিদ বলেন আমরা একজন প্রবীণ নেতাকে হারিয়েছি তিনি ছিলেন শিকলবাহা ইউনিয়নের সাবেক সফল তিনবারের চেয়ারম্যান তার চলে যাওয়াটা খুবই দুঃখ জনক তার শূন্যতা কখনো পূরণ হওয়ার না।
আগামীকাল ১৮জুন বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলার কালারপুল স্কুল মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে আবুল কালাম বকুল চেয়ারম্যানকে।