আলহাজ্ব বাবর মিয়া ও ইলিয়াছ চৌধুরীর মৃত্যতে ইউ.এ.ই ফটিকছড়ি প্রবাসী ফোরামের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
একুশে জার্নাল
সেপ্টেম্বর ০৯ ২০১৮, ১১:২৯
ইবনে সালেহ, মধ্যপ্রাচ্য প্রতিনিধিঃ ফটিকছড়ির কৃতিসন্তান, ওমান বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম মহানগর বিএনপির উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ বাবর মিয়া, ফটিকছড়ি জাহানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি সভাপতি মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর মৃত্যুতে গত ৭ সেপ্টেম্বর শুক্রবার ফটিকছড়ি জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম ইউ.এ.ই শাখার উদ্যোগে দোয়া মাহফিল এবং আলোচনা সভা সংগঠনের সভাপতি মোহাম্মদ নেজামুদ্দিন এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ আলী আজগরের সঞ্চালনায় ইউ.এ.ই কার্যালয়ে অনুষ্টিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মোহাম্মদ দিদারুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোহাম্মদ রফিক, দুবাই বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এম মাহাবুল আলম, দুবাই বিএনপির সাবেক সহসভাপতি মো: মনছুর আলম, আবুধাবী শাখার সেক্রেটারি এম শাখাওয়াত হোসেন বকুল, দুবাই বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন ফরিদ আহম্মদ, ফটিকছড়ি বিএনপি নেতা মো: হেলাল উদ্দীন, দুবাই বিএনপির সহসভাপতি মো: জামাল উদ্দীন, দুবাই বিএনপি ও প্রবাসী ফোরামের সহসভাপতি শাহদাৎ হোসেন তালুকদার।
বক্তব্য রাখেন, দুবাই যুবদলের সাধারণ সম্পাদক ও প্রবাসী ফোরামের যুগ্ন সম্পাদক সেলিম আজাদ মুন্না, দুবাই বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, ফটিকছড়ি যুবদল নেতা মো: মোস্তফা সাবেক, ফটিকছড়ি ছাত্রদল নেতা ওসমান গনি রোমেল, দেরা ইউনিট কমিটির সভাপতি জাকের হোসেন, হাসান, রহিম বাদশা, বকতিয়ার ও সুমন প্রমুখ।