আলহাজ্ব জান্নাতুল ইসলাম ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মনোনীত
একুশে জার্নাল
জানুয়ারি ১৯ ২০১৯, ১১:০৭
ইসলামী আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ জান্নাতুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন।
গত বৃহস্পতিবার ( ১৭ জানুয়ারী’১৯) ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়। শুরার অধিবেশনে সারাদেশ থেকে প্রায় ২৫০ জন সদস্য অংশ নেন। অধিবেশনে বিভিন্ন জেলা কমিটি ও জেলার কার্যক্রম নির্ধারণ করা হয়।
দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক কর্ম পরিকল্পনা ও মজলিশে আমেলার আমীর ও মহাসচিব নির্বাচন অনুষ্ঠিত হয়। আমীর ও মহাসচিব নির্বাচিত হয়ে শুরার সদস্যদের সঙ্গে আলোচনা করে মজলিশে আমেলার (কার্যনির্বাহী পরিষদ) ৪১ সদস্যবিশিষ্ট কমিটির পদ বণ্টন করেন দলের আমীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ( পীর সাহেব চরমোনাই)।
উল্লেখ্য, জান্নাতুল ইসলাম গত ২০১৬-১৭ সেশনের কেন্দ্রীয় কমিটিতে ‘কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক’ হিসেবে দায়িত্ব পালন করেছেন।