আর্তমানবতায় অন্যান্য অবদান রাখায় সম্মাননা পদক পেলো এহ্ইয়াউসসুন্নাহ ফাউন্ডেশন
একুশে জার্নাল
জুলাই ০১ ২০১৮, ০৫:০৭
কাজী শহিদুল্লাহ ওয়াহিদ: গতকাল (৩০জুন২০১৮) শনিবার বিকাল ০৪ ঘটিকায় ভূজপুর স্টুডেন্টস’ ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’র একযুগ পূর্তি উপলক্ষে হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমাজ সেবায় অধিকতর ভুমিকা রাখায় এহইয়াউসসুন্নাহ ফাউন্ডেশন চট্টগ্রাম কে সম্মাননা পদক প্রদান করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ এর চেয়ারম্যান এম এ সালাম, এহইয়াউসসুন্নাহ ফাউন্ডেশনের পক্ষে (সম্মাননা পদক) ক্রেষ্ট গ্রহণ করেন, ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব হাফেজ সেলিম মাহমুদ,এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব তৌহিদুল আলম বাবু, প্রধান আলোচক ছিলেন,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মনজুরুল কিবরীয়া, বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাঈল হোসেন, হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইকবাল হোসেন চৌধুরী, ভূজপুর থানার অফিসার ইনসার্জ মোঃ বায়েছ আলম, ব্যংকার শামসুদ্দীন, সাদাত আনোয়ার সাদি, ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী মাওলানা মোঃ জাবের সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
সভাপতিত্ব করেন ভূজপুর স্টুডেন্টস ফোরামের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ।