আরো ৪ জেলার রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ২৩ ২০২০, ২৩:০৪

প্রাণঘাতী করোনার অধিক সংক্রমণের কারণে দেশের আরো ৪ জেলার বিভিন্ন এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। রেড জোন এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (২৩ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জেলাগুলো হচ্ছে, কক্সবাজার, মাগুরা, খুলনা, হবিগঞ্জ।

এর আগে গত রোববার ও সোমবার দেশের মোট ১৫ জেলার বিভিন্ন এলাকাকে রেড জোন ঘোষণা করে এসব এলাকায় সাধারণ ছুটি দেয়া হয়।

রেড জোনের আওতায় যেসব এলাকা

কক্সবাজার পৌরসভা, টেকনাফ পৌরসভা, উখিয়ার রাজাপালং ইউনিয়নের ২, ৫, ৬ ও ৯ নং ওয়ার্ড, রত্নাপালং ইউনিয়নের কোটবাড়ি বাজার, পালংখালী ইউনিয়নের বালুখালী ও হাইংখালী বাজার।

ঢাকা-ঝিনাইদহ-মেহেরপুর মহাসড়ক সংলগ্ন মাগুরা পৌরসভাধীন একতা কাঁচাবাজার এবং ডায়না মোড়ের দক্ষিণে ৪নং ওয়ার্ডের খানপাড়া ও পিটিআই পাড়া।

খুলনা সিটি করপোরেশনের ১৭ ও ২৪ নং ওয়ার্ড, রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়ন।

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বাহুবল ইউনিয়ন।