আরব আমিরাতে ২ বাংলাদেশির শরীরে করোনাভাইরাস শনাক্ত

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১০ ২০২০, ১০:০৪

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) দুই বাংলাদেশির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (৯ মার্চ) ইউএই’র রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডাব্লিউএএম এ তথ্য জানিয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ডাব্লিউএএম জানায়, সোমবার ইউএই’তে নতুন করে ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে আরব আমিরাতের চারজন, বাংলাদেশের দুজন, ইতালির তিনজন, নেপালের দুজন এবং রাশিয়া, সিরিয়া ও ভারতের একজন করে রয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৩০ জনে। ওয়র্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজার ৭১ জন। যাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬২ হাজার ২৮০ জন। এদিকে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্ত হয়েছে বলে রবিবার জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।