আরবের শীর্ষ ১২ মুহাদ্দিসের সনদ হাসিল করলেন হাটহাজারী’র উলূমুল হাদীসের শিক্ষার্থীবৃন্দ

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১৯ ২০১৯, ১০:৫৫

হাবীব আনওয়ার

উম্মুল মাদারিস দারুল উলূম হাটহাজারী’র অন্যতম চমক ও আকর্ষণ হলেন, বর্তমান বিশ্বে ইলমুল জারহি ওয়াত-তা’দীলের অন্যতম ইমাম, ডক্টর আহমদ মা’বাদ আব্দুল কারীম হাফিযাহুল্লাহ এর হাতে গড়া শাগরিদ, মিশরের জামিয়াতুল আযহার থেকে সদ্য ডক্টরেট করে আসা জামেয়ার উস্তায ডক্টর নুরুল আবছার ৷

আজ ১৯ মার্চ উলূমুল হাদীসের দরসে শেষ হল মুসতালাহুল হাদীসের কিংবদন্তী কিতাব “মুক্বাদ্দিমাতু ইবনু সালাহ”।

উম্মতে মুহাম্মাদীর অন্যতম মু’জিযা হলো ‘ইসনাদ’ যা অন্য কোনো ধর্ম বা জাতির নেই৷ আর সেই ইসনাদ যদি হয় বিশ্বের সেরা মুহাদ্দিসগণের তাহলে এই ইসনাদ হাসিল করার লোভ কি কোনো তালিবে হাদীস সামলাতে পারে!

উচ্চতর উলূমুল হাদীস বিভাগের শিক্ষার্থী মাওলানা রশীদ আহমাদ কাসেমী জানান, আজ দরস শেষে বর্তমান বিশ্বের বারো জন ‘মুআসির’ মুহাদ্দিসগণের সনদ প্রদান করেন, শিক্ষার্থীগণ যাদের নাম এতদিন শুধু কিতাবের পাতায় পড়ে আসছিলেন, আর ভিডিওতে তাঁদের ইলমুল হাদীসের দরস এবং ‘মুনাক্বাশা’ দেখে আসছিলেন।

ডক্টর সাহেব হাফিযাহুল্লাহ আজকে দরস শেষে সনদ প্রদানের ক্ষেত্রে মুহাদ্দিসীনগণের সমস্ত শর্ত সাপেক্ষে ছাত্রদের লিখিতভাবে সনদ প্রদান করেন ৷

যে বারো জন বিশ্বনন্দিত শ্রেষ্ঠ মুহাদ্দিসের সনদ পেলেন হাটহাজারী মাদরাসার উলূমুল হাদীসের শিক্ষার্থীবৃন্দ-

১৷ ডক্টর আহমদ উমর হাশিম
সাবেক প্রিন্সিপাল, আল-আযহার ইউনিভার্সিটি

২৷ ডক্টর আহমদ মা’বাদ আব্দুল কারীম
উলুমুল হাদীস বিভাগীয় প্রধান, আল-আযহার ইউনিভার্সিটি

৩৷ শাইখ ডক্টর নুরুদ্দীন ঈত্বর

৪৷ শাইখ মুহাক্কিক্ব আল্লামা মুহাম্মাদ আওয়ামা

৫৷ শাইখ ডক্টর বাশশার আওয়াদ মারুফ

৬৷ শাইখ ডক্টর সাআদ সাআদ রিযক্ব জাবীশ

৭৷ শাইখ ডক্টর ইসমাঈল আদ-দিফ্তার

৮৷ শাইখ ডক্টর হামযাহ মাল্লিবারী

৯৷ শাইখ ডক্টর ক্বাসেম আলী সাআদ

১০৷ শাইখ ডক্টর সানা উল্লাহ আয-যাহেদী পাকিস্তানী

১১৷ শাইখ ডক্টর রিযা যাকারিয়্যা

১২৷ শাইখ ডক্টর জালাল উদ্দীন ইসমাঈল আজওয়াহ