আরবরা মাথায় কালো বেড়ি পরে কেন!
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ২৬ ২০১৮, ১৫:০০
আরবরা মাথায় রুমালের উপর ‘বেড়ি’ বেঁধে থাকে। কী ছোট, কী বড়- সকলেই ওই বেড়ি পরে। বলতে গেলে এটা আরবদের জাতিগত নিদর্শন। এটা শুধু জাতিগত নিদর্শনই নয়; এটা তাদের জাতিগত ঐতিহ্য। কিন্তু কীভাবে ? শুনুন তাহলে-
নুমান বিন মুনজির। আরবের একজন সরদার গোছের লোক ছিলেন। তার পরমা সুন্দরী ক’জন কন্যা ছিল। দেখলে চোখ ফেরানো দায়! তখনকার কিসরা অর্থাৎ পারস্যসম্রাট অপরূপা একজন মেয়েকে বিয়ে করার জন্য হন্যে হয়ে খোঁজাখুঁজি করছিলেন। লোকেরা তাকে নুমান বিন মুনজির এর মেয়েদের রূপের গুণাগুণ বর্ণনা করল। শুনে তো কিসরা পাগলপারা! তিনি নুমান বিন মুনজিরের কাছে এই বলে প্রস্তাব পাঠালেন- ‘মহামতি কিসরা আপনার একজন মেয়েকে বিয়ে করে আপনাকে সম্মানিত করতে চান!’
পারস্যসম্রাট হলে কী হবে, একজন অনারবীর কাছে স্বীয় পরমা সুন্দরী কন্যাকে বিয়ে দেবেন- এটা ভেবে আরব সরদার নুমান বিন মুনজিরের ইজ্জতে বড় ঘা লাগল। তিনি উত্তর দিলেন, ‘আমি আরবের একে একে সব যুবকের কাছে আমার মেয়ের বিয়ের প্রস্তাব পেশ করব, তারা যদি সকলেই এই প্রস্তাব নাকচ করে দেয়, তখন আমি আপনার কাছে আমার মেয়েকে বিয়ে দেব!’
জবাব শুনে কিসরা খুবই অপমানবোধ করলেন। নুমান বিন মুনজিরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তাকে ডেকে পাঠালেন। নুমান বিন মুনজির বিপদ আঁচ করতে পেরে, তার মেয়েদেরকে হানি বিন মাসউদ শাইবানির কাছে আমানত রেখে পারস্যের দিকে ছুটলেন। হাজির হলেন কিসরার দরবারে। কিসরা তাকে উটের রশি দিয়ে বাঁধার ফরমান জারি করলেন। এরপর তাকে আস্তাবলে হাতির পদতলে নিক্ষেপ করতে হুকুম করলেন। কিসরা দরবারের পাইকপেয়াদারা সম্রাটের হুকুমানুযায়ী তাকে উটের রশি দিয়ে বাঁধল। এরপর তাকে হাতির পদতলে নিক্ষেপ করল! হাতির পদতলে পিষ্ঠ হতে হতে একসময় তিনি মারা গেলেন।
হৃদয়বিদারক এই ঘটনার খবর পেল নুমান বিন মুনজিরের আরব জ্ঞাতিগোষ্ঠী। তারা বলল, উটের যে রশি দিয়ে কিসরা নুমান বিন মুনজিরকে বেঁধে হত্যা করেছে, আমরা সেই রশি আমাদের মাথায় ‘মুকুট’ হিসেবে পরব! এরপর থেকেই আরবরা তাদের মাথায় রশি বাঁধতে শুরু করল। সেই রশির রঙ ছিল উটের পশমের রঙ। ধূসর বা লাল।
কিন্তু ১৪৯২ সালে যখন খ্রিস্টানদের হাতে আন্দালুসের পতন হলো, তখন আরবরা খুবই ব্যথিত হলো। আন্দালুস হারানোর বেদনায় তারা একেবারে বিমর্ষ হয়ে পড়ল। তাদের মাথার মুকুট- উটের লাল বা ধূসরবর্ণের রশিকে, শোক প্রকাশার্থে কালো রঙ মাখিয়ে নিল। আর বলল, যতক্ষন না আন্দালুস আমাদের হাতে ফিরে আসবে, ততক্ষণ আমরা এই কালো রঙ পরিবর্তন করব না। কিন্তু হায়, আন্দালুসও ফিরে আসেনি, আর আরবরা তাদের মাথার মুকুট বেড়ির কালো রঙও বদলায়নি!
———————
সূত্র: جريدة الرياض, ১৬ ফেব্রুয়ারি, ২০১২ খ্রিস্টাব্দ, সংখ্যা: ১৫৯৪২ * المسلمون في الأندلس- ফেসবুক পেইজ।