আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ-এর ৮২ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ; পাশের হার ৭৫.১৩%
একুশে জার্নাল ডটকম
মে ০১ ২০২২, ১২:৫৯
বাংলাদেশের প্রাচীনতম কওমি মাদরাসা শিক্ষাবোর্ড আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ-এর ৮২ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছ।
আজ রবিবার ১ মে ২০২২ ঈসায়ি দুপুর ১২ ঘটিকার সময় এদারার ফল প্রকাশ করা হয়।
এদারার সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দিনের পক্ষে সিলেট সোবহানীঘাস্থ এদারা ভবনে ফলাফল ঘোষণা করেন বোর্ডের মহাসচিব মাওলানা আব্দুল বছীর।
উপস্থিত ছিলেন, শায়খ মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, নাযিমে ইমতেহান, মাওলানা এনামুল হক, সহকারী মহাসচিব, মাওলানা ইউসুফ খাদিমানী, সহকারী নাযিমে ইমতেহান, মাওলানা সৈয়দ আব্দুর রহমান, সহকারী নাযিমে ইমতেহান, হাফিয মাওলানা ফখরুয্যামান, রচনা ও প্রকাশনা সম্পাদক।
সর্বমোট ১৬৯৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। মোট পাশ করেছে, ১২৪১৪ জন। পাশের হার ৭৫.১৩%, মুমতায ২৭৮৭ জন, জায়্যিদ জিদ্দান ৩৭৩৩ জন, জায়্যিদ ২২৮৩ জন, মকবুল ৩৬১১ জন।
এদারার ওয়েব সাইটে https://azaddiniadarah.com/result/2022/ ফলাফল প্রকাশিত হয়েছে। প্রত্যেক পরীক্ষার্থী রোল নম্বরের মাধ্যমে নিজ নিজ ফলাফল জানতে পারবে। মাদরাসার সকল পরীক্ষার্থীর ফলাফল একসাথে মারহালা ভিত্তিক পিডিএফ ফাইলে প্রদান করা হয়েছে।
ফলাফলের প্রিন্ট কপি ১২ মে ২০২২ ঈসায়ি বৃহস্পতিবার নাযিমে তানযিমের মাধ্যমে স্ব স্ব জোনে প্রেরণ করা হবে। জোন থেকে স্থানীয় জিম্মাদারের মাধ্যমে মাদরাসাসমূহে পাঠানো হবে।