আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশ-এর হিফয বিভাগের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ১২ ২০২০, ১০:৫৫

দেশের প্রাচীনতম কওমি মাদরাসা বোর্ড “আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশ”-এর ১৪৪১ হিজরি সনের হিফয বিভাগের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

গতকাল ১১ আগস্ট মঙ্গলবার দুপুর ১টায় এদারার সভাপতি শায়খ মাও. জিয়াউদ্দীন, মহাসচিব মাও. আব্দুল বছীর, সহ-মহাসচিব হাফিয মাও. মুহসিন আহমদ, পরীক্ষা নিয়ন্ত্রক মাও. মুহিব্বুল হক গাছবাড়ী, সহ-পরীক্ষা নিয়ন্ত্রক মাও. সৈয়দ আব্দুর রহমান, প্রকাশনা সম্পাদক মাও. এনামুল হক বহরগ্রামী প্রমুখের উপস্থিতে বোর্ডের ওয়েবসাইটে (https://result.azaddiniadarah.com/2020/) ফলাফল প্রকাশ করা হয়।

ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলের সংক্ষিপ্ত পরিসংখ্যান: মোট পরীক্ষার্থী ১৩৪৭ জন, মোট উপস্থিত ৯৯৩ জন, মোট অনুপস্থিত ৩৫৪ জন, মোট কৃতকার্য ৮৪৮ জন, মোট অকৃতকার্য ১৪৫ জন, মুমতায ৩৫০ জন, জায়্যিদ জিদ্দান ৩৬৯ জন, জায়্যিদ ৯৯ জন, মাকবুল ৩০ জন, পাসের হার ৮৫.৩৯%।

বিগত এপ্রিল মাসে ১৪৪০-৪১ হিজরি শিক্ষাবর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছিলো। এরপর বিগত ১২ জুলাই সরকার কর্তৃক হিফজ বিভাগ খোলে দেওয়ার ব্যাপারে প্রজ্ঞাপন জারি করার পর বিগত ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত ০৭ দিনে ০৪টি পরীক্ষা কেন্দ্রে হিফয বিভাগের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

বার্তা প্রেরক:

মাহফুয নাদীম অফিস সচিব, এদারা