আযহার আলী আনোয়ার শাহ’র সুস্থতা কামনায় লন্ডনে খেলাফত মজলিসের দুয়া মাহফিল
একুশে জার্নাল
জানুয়ারি ২৯ ২০২০, ০৮:০২

একুশে জার্নাল লন্ডন: কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব ও আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার মহা-পরিচালক এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাকের সহ-সভাপতি মাওলানা আযহার আলী আনোয়ার শাহ’র সুস্থতা কামনায় গতকাল ২৯ জানুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ইস্ট লন্ডনস্থ আল হুদা একাডেমিতে লন্ডন মহানগর খেলাফত মজলিস এক দুয়া মাহফিলের আয়োজন করে।
লন্ডন মহানগর সভাপতি হাফিজ মাওলানা এনামুল হকের সভাপতিত্বে ও ফুজায়েল আহমাদ নাজমুলের পরিচালনায় দুয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা শাহ মিজানুল হক, বায়তুলমাল সম্পাদক মাওলানা তায়িদুল ইসলাম। দুয়া পরিচালনা করেন প্রধান অতিথি অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মুফতি আব্দুর রাজ্জাক, মাওলানা আশরাফুল মাওলা, মাওলানা মুতাসিম বিল্লাহ, মাওলানা রশিদ আহমদ, মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা নাজমুল হক, মাওলানা এমদাদুল হক, মুর্শেদ আহমদ প্রমূখ।