আম্মু আমি রাখবো রোজা
একুশে জার্নাল
মে ২২ ২০১৯, ০০:১৩

কাজী তানভীর
আম্মু আমি রাখবো রোজা
সেহরী খেতে ডেকো
ছোট্ট শিশুর দোহায় দিয়ে
পারলে ঘুমে রেখো!
আমার উপর হয়নি ফরজ
রোজা রাখা ওরে
তাই বলে কি তুমি আমায়
ডাকবে নাকো ভোরে!
উঠবো আমি সেহরী খেতে
দাও না যতই বাঁধা
তিরিশ রোজা রাখবো আমি
পণ করেছি সাদা।
আমরা যদি না রাখি মা
রাখবে রোজা কারা
শিক্ষা নিবে বেরোজাদার
আছে যে জন তারা।