আম্পানে ওপার বাংলায় ১০-১২ জনের মৃত্যু, দুই ২৪ পরগনা ধ্বংস হয়ে গিয়েছে: মমতা
একুশে জার্নাল ডটকম
মে ২১ ২০২০, ০১:২৬

নিজস্ব প্রতিবেদক
অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে ভেঙে পড়েছে বহু গাছ, উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি। বাংলায় সুপার সাইক্লোন আম্ফানের তাণ্ডবে ১০-১২ জনের মৃত্যু হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্নের কন্ট্রোল রুম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ”এখন পর্যন্ত ১০-১২ জনের মৃত্যুর খবর মিলেছে। অনেকে আহত হয়েছেন। দুই ২৪ পরগনা ধ্বংস হয়ে গিয়েছে। ঈশ্বরের কৃপায় হাজার হাজার মানুষকে বাঁচাতে পেরেছি”। মৃতদের মধ্যে হাওড়া ও মিনাখাঁর বাসিন্দা রয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, দিঘা ও হাতিয়ার মধ্য দিয়ে গিয়ে সুন্দরবন এলাকা অতিক্রম করেছে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আম্ফান। ঘণ্টায় ১৫৫-১৬৫ কিমি বেগে ধেয়ে গিয়েছে আম্ফান। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৮৫ কি:মি:। কলকাতায় ঝড়ের সর্বোচ্চ বেগ ঘণ্টায় ১৩৩ কিমি।
রাজ্যে নবান্নের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে, সেগুলি হল -২২১৪-৩৫২৬, ২২১৪-১৯৯৫। মঙ্গলবার ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুর্যোগ মোকাবিলায় সবরকম সাহায্যের আশ্বাসও দেন তিনি। এই মুহূর্তে নবান্নের কন্ট্রোল রুমে উপস্থিত থেকে পরিস্থিতি নজরে রাখছেন মুখ্যমন্ত্রী এবং শীর্ষ আমলারা।
সুত্র: bangali.indianexpress.com