আম্পানের তাণ্ডবে দেশের ৮ জেলায় মৃতের সংখ্যা বেড়ে ২২
একুশে জার্নাল ডটকম
মে ২২ ২০২০, ১৩:৫৯

অতিপ্রবল ঘূর্ণিঝড় আম্পান দেশের বিভিন্ন জেলায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে। দেশের আট জেলায় অন্তত ২২ জনের মৃত্যুর খবর দিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
বুধবার দুপুরে সুপার সাইক্লোন আম্পান শক্তি কিছুটা হারিয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় রূপে ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানে। পরে রাতে প্রবেশ করে বাংলাদেশে।
এই তাণ্ডবে যশোরে গাছচাপা, ঘর ভেঙে ও দেয়ালচাপায় মৃতের সংখ্যা বেড়ে ২২ এ দাঁড়িয়েছে। বুধবার রাতে দেশের বিভিন্ন উপজেলায় বিপুল পরিমাণ গাছপালা ভেঙে ও ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।