আমেরিকা খেলাফত মজলিসের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত।
একুশে জার্নাল
নভেম্বর ১৯ ২০১৮, ১৬:৪২
ইসলামের সাম্যের বাণী বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে মজলিস কর্মীদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
———- অধ্যাপক এম কে জামান
একুশে জার্নাল যুক্তরাষ্ট্র:গতকাল শনিবার নিউ ইয়র্কে খেলাফত মজলিস আমেরিকা শাখার উদ্যোগে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে আমেরিকা সফররত খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক এম কে জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে উক্ত বক্তব্য রাখেন। আমেরিকা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল কাশেম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসূফ জসিম এর পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমেরিকা খেলাফত মজলিসের বায়তুলমাল সম্পাদক জাহিদুল ইসলাম চৌধুরী সুহেল, নিউ ইয়র্ক শাখার সভাপতি মাওলানা হামীদুর রহমান আশরাফ, সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসাইন, বায়তুলমাল সম্পাদক মাওলানা হেলাল আহমদ, সমাজকল্যাণ সম্পাদক এইচ এন উদ্দীন, কবির আহমদ প্রমুখ।