আমেরিকায় চলে গেলেন এমরান এইচ সরকার

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ২৬ ২০১৮, ১২:২০

সব জল্পনা আলোচনা সমালোচনার অবসান ঘটিয়ে অবশেষে আমেরিকায় চলে গেলেন এমরান এইচ সরকার।
আমেরিকার ওয়াশিংটন এয়ারপোর্টে নেমে তিনি নিজের ফেইসবুক পেইজের ওয়ালে এ খবর পোস্ট করেন।

উল্লেখ্য, কয়েকদিন আগে আমেরিকা যাবার উদ্দেশ্যে প্লেইনে উঠার পর তাকে ফ্লাই করতে বাধা দেওয়া হয়। উপর মহলের নির্দেশের কথা বলে তাকে প্লেইন থেকে ফেরত পাঠানো হয়।
তারপর আদালতে আইনী লড়াই করেন তিনি, অবশেষে আদালত থেকে বিদেশ যেতে বাধা না দেওরার নির্দেশ প্রদান করলে আজ আমেরিকায় পৌঁছেন এমরান সরকার।