আমি শহিদ আনোয়ার বলছি
একুশে জার্নাল
মে ০৭ ২০১৮, ১৫:০২
রক্তে রঙিন
রাজপথে দিন
কেটেছিল শঙ্কা মনে,
আহারবিহীন
মিছিল গহীন
আছে কি তার সংখ্যা মনে!
.
ঈমানবোধে
অবরোধে
নাস্তিকতার কাটতে গোড়া,
অংশ নিলাম
শামিল হলাম
ভাইদের আমার মারলি তোরা!
.
সময় গড়ায়
সন্ধ্যা তারায়
রাত্রি আসে সম্মেলনে,
অন্ধকারে
তুই আমারে
মারছিলি খুব সংগোপনে ৷
.
মুহুর্মুহু
গুল্লি বহু
আসছে ছুটে বুক বরাবর,
একটা গুলি
আমার খুলি
ভেদ করে, হই শহীদ-অমর ৷
.
আমায় যারা
মারলি তারা
পড়বি ধরা এই পারে আয়,
তোদের নামে
মামলা খামে
রাখছি দিয়ে রব ঠিকানায় ৷
-ইলিয়াস সারোয়ার,ছড়াকার।