‘আমি মুসলমান, ভ্যালেন্টাইনস ডে আমার জন্য নয়’

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ১৪ ২০১৯, ১৫:৫২

‘আমি মুসলমান, ভ্যালেন্টাইনস ডে আমার জন্য নয়’ ইত্যাদি সুন্দর সুন্দর বাণীসম্বলিত প্লেকার্ড হাতে নরসিংদীতে কলেজ শিক্ষার্থীরা ভ্যালেন্টাইনস ডে বিরোধী মানববন্ধন করেছে। বৃহস্পতিবার দুপুরে নরসিংদী রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

‘ভালোবাসার নামে বেহায়াপনা থেকে দূরে থাকুন’ ‘ভালোবাসলে আপনার মাকে ভালোবাসুন, যে ভালোবাসা আপনাকে পরম শান্তি দেবে’ ‘ভালোবাসা আর মোহ এক নয়, আপনি কিসে ডুবে আছেন নিজেকে প্রশ্ন করুন’, ‘আমি মুসলমান, আমার জন্য ভ্যালেন্টাইনস ডে নয়’ এসব স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে ভ্যালেন্টাইনসবিরোধী মানববন্ধন করে শিক্ষার্থীরা।

মানববন্ধনে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ভালোবাসা দিবসের নামে আমাদের আশপাশে যেসব বেহায়াপনা বেলেল্লাপনা চলছে, তা অচিরেই বন্ধ করতে হবে। নতুবা আমাদের নতুন প্রজন্ম ধ্বংসের দিকে ধাবিত হবে।