আমাদের অন্তর থেকে দুনিয়ার মহব্বত দুর করতে হবে- অধ্যাপক আব্দুল কাদির সালেহ

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ২৭ ২০১৯, ২২:০৭

একুশে জার্নাল ডেস্ক: ‘আমরা যারা ইসলামী আন্দোলনের কর্মী,আমাদের অন্তর থেকে দুনিয়ার মহব্বত দুর করতে হবে’বলে আহবান করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্মসচিব ও ইউরোপের পরিচালক অধ্যাপক আব্দুল কাদির সালেহ। গতরাত (২৬ সেপ্টেম্বর) খেলাফত মজলিস লুটন শাখার মাসিক নির্বাহী বৈঠক পরবর্তী ইসলাহী মজলিসে বক্তব্য প্রদানকালে উপরূক্ত কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সম্প্রতি বাংলাদেশে যে হারে অবৈধ টাকার খেলা চলছে, সেই অবস্থা দেখে আমাদের খুবই সতর্ক থাকতে হবে।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু কর্তৃক ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধকরণ এর সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, যেখানে বাংলাদেশে যে কোন ধর্ম,মতের অনুসারীদের রাজনীতি করার আইনগত অধিকার আছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ ধরনের সিদ্ধান্ত নেয়া দেশের আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখানোর শামিল।
অতিসত্বর ডাকসুর এই অযৌক্তিক সিদ্ধান্ত বাতিলের আহবান করেন।
খেলাফত মজলিস লুটন শাখার সভাপতি মুফতি মাসরুর আহমেদ বুরহান এর সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা মোহাম্মাদ ওবায়দুল্লাহর সঞ্চালনায় উক্ত ইসলাহী মজলিসে বক্তব্য প্রদান করেন খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহসভাপতি মোহাম্মদ শওকত আলী, যুক্তরাজ্য শাখার সেক্রেটারী মাওলানা শাহ মিযানুল হক, খেলাফত মজলিস লুটন শাখার সহসভাপতি বেলাল আহমদ চৌধুরী, সেক্রেটারী মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ, সহসেক্রেটারী মাওলানা নোমান আহমাদ, বায়তুলমাল সম্পাদক জাহেদ আহমাদ, একুশে জার্নালের সম্পাদক কে,আই,ফেরদৌস, সহবায়তুলমাল সম্পাদক ক্বারী আহমদ হুসাইন, সাংগঠনিক সম্পাদক মিফতাহুর রহমান প্রমুখ।

পরিশেষে বাংলাদেশ ও পুরো মুসলিম উম্মাহ’র কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।