আমাদেরও একটি হেফাজত-চরমোনাই-তাবলীগ ঐক্য পরিষদ লাগবে
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ০৮ ২০২০, ২০:২১
মুহিউদ্দীন কাসেমী: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। তারা তিনটি পৃথক ধর্মের লোকজন বৃহৎ স্বার্থে একতাবদ্ধ হতে পারলেও আমরা একই ধর্মের লোকজন একসাথে হতে পারি না! এরচেয়ে দুঃখজনক বিষয় আর কী হতে পারে?!
কাছাকাছি মতাদর্শের লোকদের মাঝেও বিভেদের দেয়াল, এমনকি একই ঘরানার লোকরাও বিভক্ত!
বাংলাদেশের তিনদিকে ভারত। বর্তমান ভারত সরকার চরম উগ্রপন্থী। আরএসএস ও শিবসেনাদের স্বপ্ন বৃহত্তর ভারতের সব মুসলমানকে হিন্দু বানিয়ে ফেলা, মুসলমানদের ধ্বংস করা এবং ইসলামি সংস্কৃতির নির্মূল সাধন।
বাংলাদেশের একটা শ্রেণি নামে মুসলমান হলেও তারা হিন্দুবাদী আদর্শের লোক। তাদের সংখ্যা কম নয়। তাদের শক্তি অনেক। যে কারণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রকাশ্যে হেফাজত, চরমোনাই, জামায়াতকে ধ্বংস করার ডাক দিতে পারে।
এখন আবশ্যক হল, হেফাজত, চরমোনাই, জামায়াত ও অন্যান্য সকল ইসলামি দল একতাবদ্ধ হয়ে একটা মিছিল ও প্রতিবাদ করা, তাদেরকে ঐক্যবদ্ধ শক্তির জানান দেওয়া
প্রিন্সিপাল, মাদরাসাতুল মানসুর, বাংলাদেশ