আমরা রক্তসন্ধানী গ্রুপের ১ম বর্ষপূর্তি আজ; ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশনে সবাইকে আমন্ত্রণ
একুশে জার্নাল
এপ্রিল ২৭ ২০১৯, ০৩:৪৯

তাহসিন আহমাদ
আজ দুপুর ২টায় শুরু হতে যাচ্ছে আমরা রক্তসন্ধানী গ্রুপের ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান ৷ অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে ‘ইনস্টিটিউশনস অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস, কাকরাইল, ঢাকা’য় ৷ গ্রুপটির সভাপতি কুমকুম খান ও সিইও ওয়াহিদুজ্জামান সাগর স্বাক্ষরিত পৃথক দুটি দাওয়াতনামার মাধ্যমে সবাইকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ এতে জাতীয় পর্যায়ের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানা যায় ৷
আমন্ত্রণপত্রের ভাষা নিম্নরূপ-
সুহৃদ,
আসসালামু আলাইকুম।
আনন্দের সাথে জানাচ্ছি যে, আসছে ২৭ এপ্রিল ২০১৯, শনিবার, দুপুর ২.৩০ মিনিট কাকরাইল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বিনামূল্যে রক্তদান গ্রুপ ‘আমরা রক্তসন্ধানীর’ ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী প্রধান অতিথি
কামাল আহমেদ মজুমদার এমপি,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী (শিল্প মন্ত্রণালয়)
প্রধান বক্তা
মোহাম্মদ নূরুজ্জামান
Group CEO (Daffodil Family)
বিশেষ অতিথি
লায়ন এম জুনাব আলী
ডিস্ট্রিক জোন চেয়ারপার্সন, লায়ন্স ক্লাব, চেয়ারম্যান, ইমরান গ্রুপ
মোহাম্মদ আশরাফুল
সাবেক অধিনায়ক (বাংলাদেশ জাতীয় ক্রিকেটদল)
মোঃ জাহীদ হাসান এমেলী
সাবেক স্ট্রাইকার (বাংলাদেশ জাতীয় ফুটবলদল)
ইঞ্জিনিয়ার আব্দুল মোতালেব
সহ-সভাপতি (ইনিস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স)
ডা. মোঃ বখতিয়ার
ব্যাবস্থাপনা পরিচালক, খাজা বদরুদ্দোজা, মডার্ন হাসপাতাল, গাজীপুর
ডাঃ এ কে এম ফেরদৌস রহমান
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (ক্রিটিকেল কেয়ার মেডিসিন)
কনসালটেন্ট ঢাকা মেডিকেল কলেজ।
ডাঃ মারিয়া আফরিন মিতু
এমবিবিএস, এফসিপিএস (গাইনী এন্ড অবস)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
অধ্যাপক ডা. মোঃ শাহ-আরমান
ফার্মাসিউটিকাল রসায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করছি।
ধন্যবাদান্তে
কুমকুম খান
সভাপতি, আমরা রক্তসন্ধানী গ্রুপ
ওয়াহিদুজ্জামান সাগর
সিইও, আমরা রক্তসন্ধানী গ্রুপ