“আমরা রক্তসন্ধানী”কুমিল্লা টিমের ইফতার মাহফিল সম্পন্ন
একুশে জার্নাল
মে ২৯ ২০১৯, ১৬:৫১
দেশের অন্যতম বৃহৎ রক্ত সংগ্রহকারী প্রতিষ্ঠান – সন্ধানী হিউম্যান এইড ফাউন্ডেশন এর ” আমরা রক্তসন্ধানী” গ্রুপ।তারা রক্ত সংগ্রহের পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকে তাদের এই সামাজিক কর্মকান্ডের মাধ্যমে ।

এবারের আয়োজন দেশের বিভিন্ন জেলায় দুঃস্থ, অসহায়, ও এতিম বাচ্চাদের সাথে ইফতার মাহফিল করা। এরই ধারাবাহিকতায় তারা রমজানের শুরু থেকেই দেশের বিভিন্ন জেলায় অসহায়, গরিব, এতিমখানায় এবং মাদ্রাসায় ইফতারের আয়োজন করে আসছে ।

গত ২৭ শে মে সন্ধানী হিউম্যান এইড ফাউন্ডেশন এর “আমরা রক্তসন্ধানী” কুমিল্লা জেলা কর্তৃক আয়োজিত ২১ শে রমজান রোজ সোমবার কুমিল্লা অঞ্চলের কোটবাড়ি এলাকার সুধন্যপুর মাদ্রাসা ও এতিমখানায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলে আমরা রক্তসন্ধানীর স্বেচ্ছাসেবকবৃন্দ, কেন্দ্রিয় কমিটির সম্মানিত সিইও মোঃওয়াহিদুজ্জামান, সাধারন সম্পাদক মোঃসুজন মিয়া,সাংগঠনিক সম্পাদ মোঃসালাউদ্দীন আল-ফারেসি,যুগ্ন-সাধারন সম্পাদক মোঃইমরান হোসাইন,দপ্তর সম্পাদক মোঃ জুয়েল আহম্মেদ,প্রচার সম্পাদক তায়েফ আহম্মেদ এবং কুমিল্লা জেলার সম্মানিত সভাপতি মোঃশাহ আলম মুন্সি সহ বিভিন্ন জায়গার ২৮০ জন ইতেকাফকারী মুসলিম এবং প্রায় ৪৫০এতিম ছাত্রদের নিয়ে ইফতার করা হয়।

ইফতার মাহফিলে “আমরা রক্তসন্ধানী ” সহ দেশের সকল স্বেচ্ছাসেবীদের জন্য দোয়া করা হয়।



