আমরা তফসিল ঘোষণাকে স্বাগত জানাই -ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান
একুশে জার্নাল
নভেম্বর ০৯ ২০১৮, ০৬:৪০

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইসলামী ঐক্যজোটে চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজাম । গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা তফসিল ঘোষনাকে স্বাগত জানাই। এ নির্বাচনে ইসলামী ঐক্যজোট অংশ নেবে।
তিনি বলেন, আশা করি, কোন দল-মতের তোয়াক্কা না করে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ রেখে নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে তাদের সাংবিধানিক কর্তব্য পালন করবে। তিনি ইসলামী ঐক্যজোটের মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলার আহবান জানান।