আব্দুল ওয়াহাব সাহেবের মৃত্যু সংবাদ ভূয়া!

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ০৫ ২০১৮, ১৮:৫২

একুশে জার্নাল ডেস্ক: হাজী আব্দুল ওহাব সাহেবের ইন্তেকালের যে খবর ফেসবুকে ভাইরাল হয়েছে সেই খবর সম্পূর্ণ মিথ্যা। হাজী সাহেব সুস্থ আছেন এবং হাজী সাহেব আজ রাইবেন্ডে অল্প সময়ের জন্য বয়ানও করেছেন। এর আগে আরো ৬বার হাজী সাহেবের ইন্তেকালে খবর ভাইরাল হয়েছিল এবার সপ্তমবারের মত মৃত্যুর খবর ভাইরাল হলো। আরেকটা বিষয় সকলের অবগতির জন্য হাজী আব্দুল ওহাব সাহেবকে প্রতি মাসে একবার ICU তিনদিন করে রাখা হয়। এটা হাজী সাহেবের স্বাভাবিক মেডিক্যাল চেকআপ।

আরেকটা খবরও ইন্ডিয়াতে খুব ভাইরাল হয়েছে যে আহমাদ লাট সাহেব ইন্তেকাল করেছেন।
কিছুক্ষন আগে মাওলানা আহমদ লাট সাহেবের সাথে ফোন এ সানাউল্লাহ সাহেব কথা বলেছেন. উনার নিকট আত্মীয়ের ইন্তেকাল হয়েছে. উনি সুস্থ আছেন এবং দুই দিন পরে এলাহাবাদ জোড়ে আসছেন ইনশাআল্লাহ।

এদিকে পাকিস্তানের মাওলানা তারিক জামিল সাহেবও উনার ফেসবুক পেইজে নিউজটি ভুয়া বলে নিশ্চিত করেছন। তিনি পোস্টে বলেন, উনার মৃত্যু সম্পর্কে যে নিউজ ভাইরাল হয়েছে সেটা সম্পূর্ণ ভূয়া। তিনি এখনো হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। উনার জন্য দোয়া করতে অনুরোধ করেছেন তিনি।