আবু ত্ব-হা আদনানসহ ৩ জনকে পরিবারের জিম্মায় দেয়ার নির্দেশ আদালতের

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ১৯ ২০২১, ০০:২৮

আটদিন নিখোঁজের পর ফিরে আসা ইসলামি আলোচক আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ তিনজনের জবানবন্দি নেয়ার পর ‘পরিবারের জিম্মায়’ ছেড়ে দেয়া হয়েছে।

শুক্রবার (১৮) জুন রাত সাড়ে নয়টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ত্ব-হা এবং তার সফরসঙ্গী আবু মুহিত আনছারী ও গাড়িচালক আমির উদ্দিনের জবানবন্দি গ্রহণ করেন কোতোয়ালি আমলি আদালত-৪ এর বিচারক কেএম হাফিজুর রহমান। এরপর নিজ জিম্মায় তাদেরকে ছেড়ে দেয়ার আদেশ দেন।

আরো পড়ুন: আবু ত্ব-হা আদনানকে পাওয়া গেছে

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুর রশিদ জানান, সার্বিক পরিস্থিতি আদালতের কাছে তুলে ধরা হয়েছে। আদালত বিচার-বিশ্লেষণ করে তিনজনকে নিজ জিম্মায় ছেড়ে দিয়েছেন।

প্রসঙ্গত, গত ১০ জুন, বৃহস্পতিবার রংপুর থেকে ঢাকায় আসার পথে ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান গাবতলী এলাকায় চার সঙ্গীসহ নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। গত সোমবার (১৪ জুন) আবু ত্ব-হার স্ত্রী সাবেকুন নাহারের লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করছে ডিএমপির পল্লবী থানা।