আবুল মাল আবদুল মুহিত স্মরণে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের দোয়া মাহফিল সম্পন্ন
একুশে জার্নাল
মে ১৭ ২০২২, ০০:১৭
তানজিল হোসেন, গোয়াইনঘাটঃ সাবেক অর্থমন্ত্রী সদ্য প্রয়াত আবুল মাল আবদুল মুহিত স্মরণে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার উদ্যোগে তাঁহার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে
আজ সোসবার (১৬ মে) সন্ধ্যা ৭ ঘটিকায় জল্লারপাস্থ ফরিদ প্লাজার বঙ্গবন্ধু ফাউন্ডেশন কার্যালয়ে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা সভাপতি মোঃ সামসুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস খানের পরিচালনায় দোয়া মাহফিল ও স্মরণ সভায় বক্তব্য দেন, ফাউন্ডেশনের সহ-সভাপতি মিসেস হেলেন আহমদ, সহ-সভাপতি ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপির ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, সহ সভাপতি শফিউল আলম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক বিধুভূষন চক্রবর্তী, প্রচার সম্পাদক শাহ জামাল আহমদ, ধর্মবিষয়ক সম্পাদক রাহাত তফাদার, কার্যনির্বাহী সদস্য ও পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, কার্যনির্বাহী সদস্য ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন গোয়াইনঘাট উপজেলার সভাপতি সরোয়ার হোসেন ছেদু ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চিত্রশিল্পী ভানুলাল দাস, মোঃ শহিদুর রহমান স্বপন, মোঃ ছয়ফুল আলম আবুল, শিরিন আক্তার, সাহিদা বেগম, বাবলু মিয়া, বদরুল আলম চৌধুরী, আব্দুল হক লিমন, মোহাম্মদ তৈফুর রহমান, মোহন লাল দাস মৃদুল, মাধুরী গুণ প্রমুখ। সভাপতির বক্তব্যে মোঃ সামসুল আলম গুণীশ্রেষ্ঠ ব্যক্তিত্ব আবুল মাল আব্দুল মুহিত এর রূহের মাগফেরাত কামনা করেন এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।