আবারো ইজতেমা মাঠ দখলের চেষ্টা সাদ অনুসারিদের
একুশে জার্নাল
ডিসেম্বর ০১ ২০১৮, ০৩:০৭
টঙ্গীর ইজতেমার মাঠ দখল করতে মরিয়া হয়ে উঠেছে দিল্লির বিতর্কিত তাবলিগি মুরব্বি মাওলানা সাদের অনুসারীরা। তারা আজ ফজরের পর ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে মাঠ দখলের উদ্দেশে টঙ্গীর ইজতেমার মাঠের বিভিন্ন গেটে একত্র হচ্ছে।
প্রতিটি গেটে ১৫০ থেকে ৫০০ পর্যন্ত সাদপন্থী একত্র হয়েছে বলে জানা গেছে।
মাঠে অবস্থানরত একাধিক সুত্র বিষয়টি একুশে জার্নালকে নিশ্চিত করেছে
তারা জানান, সাদপন্থীরা গেটের সামনে বসে গেছে এবং সেখান থেকে সরবে না বলে ঘোষণা দিয়েছে। তবে পুলিশ তাদের বার বার সরে যেতে বলছে।
মাঠের দায়িত্বশীল মোস্তফার সঙ্গে যোগাযোগ করলে তিনিও খবরের সত্যতার স্বীকার করে বলেন, ‘হ্যা, তারা ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে গেটগুলোতে জমা হয়েছে। তবে মাঠে ঢুকতে পারেনি।’
তিনি আরও জানান, সাদপন্থীরা বাটা গেট ও টিনশেড মসজিদ গেটে বেশি ভীড় করছে। তবে কোনো ধরনের বিশৃংখলা যেন তৈরি না হয় সেদিকে সতর্ক পাহারায় রয়েছে পুলিশ প্রশাসন। তাদের সহযোগিতা করছেন সাধারণ সাথীরা।