আবারও গুরুতর অসুস্থ আল্লামা আহমদ শফি: দোয়ার আবেদন
একুশে জার্নাল
জুন ০৭ ২০২০, ১৬:৪৫

সুলতান মহিউদ্দিন: খুব বেশি ভয় হচ্ছে, না জানি এই লকডাউনেের ক্লান্তিময় মুহুর্তে আমাদেরকে এতিম বানিয়ে চলে যান জাতির শ্রেষ্ঠ রাহবার, শায়েখ মাদানীর প্রতিচ্ছবি, আমিরে হেফাজত, আল্লামা শাহ আহমদ শফি। আবারও অসুস্থ জাতির শ্রেষ্ঠ রাহবার।
বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করছেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি (হাফি.)।
জানা যায়, আল্লামা শাহ আহমদ শফি শুক্রবার দিবাগত রাত ১টা হতে গুরুতর শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করছেন।
রাতেই তাঁকে আলিফ হাসপাতালের ডাক্তার চিকিৎসা দিলেও শ্বাস কষ্ট কমেনি।
গতকাল সন্ধ্যা নাগাদ নতুন করে অক্সিজেন এবং রাইসটিউব লাগানো হয়। সারাদিন নিকটাত্মীয়রা হেফাজত আমীরের কার্যালয়ে ভীড় করেছেন। তবে কোন বাহিরের দর্শনার্থীদের তাঁর সাথে দেখা করতে দেওয়া হয়নি।
এমতাবস্থায় সকলের নিকট দোয়া চাইছেন তাঁর পরিবার। আল্লাহ তা’আলা হুজুরকে হায়াতে তায়্যিবা দান করুন। আমীন।