আবরার হত্যার প্রতিবাদে ভোলায় বন্ধুজন পরিষদের মানববন্ধন
একুশে জার্নাল
অক্টোবর ০৮ ২০১৯, ১৭:০০
মিজানুর রহমান, ভোলা জেলা প্রতিনিধি: মঙ্গলবার (৮ অক্টোবর ‘১৯) দুপুর ১২ ঘটিকায় জাতীয় বন্ধুজন পরিষদ ভোলা জেলা শাখার উদ্যোগে কালিনাথ রায়ের বাজার বন্ধুজন কার্যালয়ের সামনে বুয়েটের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক আলহাজ মুহাম্মদ শওকাত হোসেন, নাজিউর রহমান কলেজের উপাধ্যক্ষ পীযুস কান্তি হালদার, সাবেক ইউপি চেয়ারম্যান শাজাহান মিন্টু মোল্লা, বন্ধুজন পরিষদের সদস্য হেলাল উদ্দিন, রাসেল মাহমুদ, ব্যবসায়ী আ: রহমান সেন্টু, সমাজকর্মী আবুল হাসনাত তসলিম, বন্ধুজন পরিষদের সদস্য খন্দকার আল আমিন, মো: সোহেব, আল আমিন হাওলাদার, মো: জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকান্ড বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে। এ দেশের সবচেয়ে মেধাবীদের শিক্ষাপ্রতিষ্ঠান হলো বুয়েট প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকের একটি সাধারণ স্ট্যাটাস নিয়ে এরকম একটি নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটবে তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। ফেইসবুক স্ট্যাটাসে আবরার ফাহাদ কাউকে কুটক্তি করে কিছু লিখেনি। কিন্তু যারা এই স্ট্যাটাসের রেশ ধরে তাকে শিবির বলে মারধর করে নির্মমভাবে হত্যা করেছে তাদের এই অধিকার কে দিয়েছে? এরকম বর্বর সমাজ ব্যবস্থা তৈরীর জন্য এদেশকে স্বাধীন করা হয়নি।
এসময় বক্তরা আরো বলেন, আবরার হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। আগামীতে কেউ যেন এধরনের অপরাধ করার সাহস দেখাতে না পারে।