আবরার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ইসলামী ছাত্র মজলিসের মানববন্ধন

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ১০ ২০১৯, ০৩:০৩

আবরার হত্যায় জড়িত সকল খুনীদের দ্রুত ট্রাইবুনালে বিচার করতে হবে: ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি

একুশে জার্নাল ডেস্ক: ঢাকা, ৯ অক্টোবর ২০১৯ঃ বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর বলেছেন, বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যায় জড়িত সকল খুনীদের দ্রুত ট্রাইবুনালে বিচার করতে হবে। ভারতের সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী চুক্তির প্রতিবাদ করায় আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভিন্ন মতের ছাত্রদের উপর ভয়াবহ নির্যাতন করে আসছে ছাত্রলীগ। আবাসিক হলগুলোতে টর্চার সেল বানিয়ে সাধারণ ছাত্রদের উপর বর্বরতা চালায় ছাত্রলীগের ক্যাডাররা। ছাত্রলীগ শিক্ষাঙ্গণে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সারাদেশের শিক্ষাঙ্গনগুলোতে গড়ে ওঠা ছাত্রলীগের টর্চার সেল ভেঙ্গে দিতে হবে। আবরার হত্যার সুষ্ঠু বিচার না হলে সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। বুয়েটের মেধাবী ছাত্র আবরারের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ ৯ সেপ্টেম্বর বুধবার বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি ইমরান হোসাইনের সভাপতিত্বে ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি আজীজ উল্লাহ আহমদীর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব শেখ গোলাম আসগর, অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, ছাত্র মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ শাহিন, আবদুল গাফফার, শাব্বির আহমদ, খন্দকার সাহাব উদ্দিন আহমদ, মাওলানা সাইফউদ্দিন আহমদ, কাজী আরিফুর রহমান, এনামুল হক সাদী, মুহাম্মদ রিয়াজুল ইসলাম, মুহাম্মদ সালমান, নূর মুহাম্মদ প্রমুখ।
মানববন্ধনে ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েটের মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মুনাজাত পরিচালনা করেন খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী।