আবরারের বাড়ি যেতে পুলিশি বাঁধায় বিএনপি নেতারা
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ১৩ ২০১৯, ১৩:৫৯
বুয়েটে নিহত আবরার ফাহাদের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে এসে পুলিশি বাধায় ফিলে গেলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ দলটির নেতাকর্মীরা।
রোববার সকালে ভেড়ামারায় লালন লাহ সেতু পার হয়ে কুষ্টিয়ায় ঢুকলে পুলিশের বাধার মুখে পড়েন আমানসহ বিএনপি নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের ফিরিয়ে দেয়।
আমানউল্লাহ আমান বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা আবরারের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলাম, কবর জিয়ারত করে দলের সভায় যোগ দিতে চেয়েছিলাম। কিন্তু পুলিশের বাধায় আমরা যেতে পারলাম না। আমরা পুলিশের এ আচরণের তীব্র নিন্দা জানাই।’
তিনি বলেন, ‘এভাবে দেশ ও গণতন্ত্র চলতে পারে না। আমরা ৯ বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি। গণতন্ত্র একদিন মুক্ত হবেই। এ জিম্মি দশার অবসান হবেই।’
প্রতিটি নাগরিকের অবাধ যাতায়াত ও মত প্রকাশের স্বাধীনতা আছে– একথা উল্লেখ করে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে আমান বলেন, ‘আপনারা পুলিশের লোক, আপনাদের সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই। আপনারা আমাদের নিরাপত্তা দেন, আমাদের কাজে সহযোগিতা করেন।’
এ সময় সেখানে অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) আল বেরুনী, ভেড়ামারা থানার ওসি আব্দুল আলিমসহ গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বলেন, ‘স্যার আপনারা চলে যান। আবারের বিষয়টি আমরা দেখব।’
জবাবে বিএনপি নেতা আমান বলেন, ‘ভারত আপনাদের পোশাকের প্রতি সম্মান দেখায়নি। র্যাবের সদস্যদের তারা পিটিয়েছে। আবরার একজন মেধাবী ছাত্র, সে শহীদ হয়েছে। ছাত্রলীগের হামলায় সে নিহত। এ সরকারের আমলে কেউ নিরাপদ নয়।’
পরে দলীয় নেতকর্মীসহ আমান ঢাকায় ফিরে যান। এ সময় জেলা বিএপির সভাপতি মেহেদী রুমী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, বিএনপি নেতা নাজিমুদ্দিনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।