আবরারকে নিয়ে সুফিয়ানের প্রতিবাদী গান
একুশে জার্নাল
অক্টোবর ১০ ২০১৯, ১৩:২২
জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের প্রধান পরিচালক হাঃ মাওঃ আবু সুফিয়ান বুয়েটে মেধাবী ছাত্র আবরার হত্যার প্রতিবাদে সংগীত বের করেছেন। সংগীতের কথা লিখেছেন মাহদি হাসাম ফরাজি এবং সুর ও কন্ঠ দিয়েছেন আবু সুফিয়ান। সংগীতটি সুরকেন্দ্র স্টুডিও থেকে রেকর্ড করা হয়েছে এবং সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন আল আমিন জাজ ও ভিডিও ধারনে ছিলেন রিফাত ইসলাম। আবু সুফিয়ান বলেন আমরা কলরব পরিবার সংগীতের মাধ্যমে আবরার হত্যার শুষ্ঠু বিচারের দাবী করছি।
আবরার মরেনি ও হয়নি কো লাশ
শুহাদার নীড়ে দেখো তার বসবাস
রক্তের ফোঁটা যেন জালিমের ত্রাস
ঐক্যের বন্ধনে হবেই তো নাশ..
রাহবার সে তো আজ স্বাধীনতার
সয়নি সে শাসন ঐ অধীনতার
সততায় চেয়েছে সে নিজ অধিকার
রক্তেই সমাধান, কর প্রতিকার…
জেগে উঠো জেগে উঠো, হটাও ভারত
খুঁজে, ধরে দিল্লির মিটাও আরত।
চেতনায় ঝড় তোলো স্বদেশের তরে
গাদ্দারে দেখো আজ গেছে দেশ ভরে
ভাবনার আকাশেও কালো ছায়া পড়ে
আর কত রবে বলো গোলামির ঘরে…
আবরার প্রাণ দিয়ে হল রাহবার
একাত্তরের ক্ষণ ফিরেছে আবার
পাকি নয়, মালু হতে ছিনো অধিকার
রক্তেই সমাধান, কর প্রতিকার…
সব কিছু নিয়ে ওরা ঠিক দিবে বাঁশ
প্রতিবাদে কথা হলে করে দিবে লাশ
নিশ্চুপে মাফ নেই, হয়ে যাবে দাস
এভাবেই বাংলাকে হতে দিবে গ্রাস…?
হিম্মত আছে মনে রুখে দাঁড়াবার
পণ করে রণে ছুটে চলো দুর্বার
প্রতিরোধে প্রতিশোধে আনো অধিকার
রক্তেই সমাধান, কর প্রতিকার।