আবনাউল কারীমিয়া রামপুরার পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ১৭ ২০১৯, ১৯:৫৮

ইবরাহিম শওকত: গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে জামিয়া কারীমিয়া আরাবিয়া রামপুরা মাদরাসার দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলের প্রথম দিনে জামিয়া কারীমিয়া আরাবিয়া রামপুরা মাদরাসার বর্তমান ও সাবেক ফুযালা-তুলাবাদের ঐক্য প্রয়াসী সংগঠন আবনাউল কারীমিয়া রামপুরার উদ্যোগে পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ড. মাওলানা মুশতাক আহমাদ, জামিয়া কারীমিয়া আরাবিয়া রামপুরা মাদরাসার কার্যকারী মুহতামিম মকবুল হোসাইন,  শিক্ষাসচিব মুফতি হেমায়েতুল্লাহ কাসেমীসহ জামিয়ার ছাত্র- শিক্ষকগণ।